ETV Bharat / sitara

মন্দিরে "অনুপযুক্ত" পোশাক ? ট্রোলড অজয়-কাজলের মেয়ে নায়সা - কাজলের খবর

একটি ক্রপ টপ পরে মন্দিরে গেছিলেন অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়সা দেবগন। আর তার এই পোশাকেই চটেছেন নেটিজেনরা।

Ajay Debgn daughter news
author img

By

Published : Nov 22, 2019, 5:33 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় কোনও না কোনও তারকাকে প্রতিদিন ট্রোল করা হয়। আর এখন তো বাদ নেই স্টারকিডরাও। সম্প্রতি অজয়-কাজলের মেয়ে নায়সাকে বাজে ভাবে ট্রোল করা হল তার পোশাকের কারণে।

বাবার সঙ্গে মন্দিরে গেছিলেন নায়সা। একটি হলুদ ক্রপ টপ পরে দেখা গেল তাকে। কপালে ছোট্ট তিলক আর হাতে ফুল নিয়ে তিনি বেরোলেন বাবার সঙ্গে। তার এই পোশাকেই চটেছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

Ajay Debgn daughter news
মন্দিরে নায়সা, ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

মন্দিরে এই ধরনের পোশাক পরে যাওয়া উচিত নয়, মত ট্রোলারদের। এই পোশাক নাকি শালীনতার সীমা ছাড়িয়ে গেছে, মনে করছেন তারা।

Ajay Debgn daughter news
.
Ajay Debgn daughter news
.

তবে এই প্রথম বার নয়, এর আগেও বহুবার নায়সা ট্রোলের শিকার হয়েছেন। তার পোশাক নির্বাচন নিয়ে বা তার গায়ের রং নিয়ে। এই প্রসঙ্গে অজয়ও রিঅ্যাক্টও করেছেন। বলেছেন যে, "বাবা-মা ফেমাস বলে ছেলেমেয়েকে টার্গেট করা কখনই উচিত নয়।"

তবে মন্দিরের পোশাক নিয়ে তাঁদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি মিডিয়ায়।

মুম্বই : সোশাল মিডিয়ায় কোনও না কোনও তারকাকে প্রতিদিন ট্রোল করা হয়। আর এখন তো বাদ নেই স্টারকিডরাও। সম্প্রতি অজয়-কাজলের মেয়ে নায়সাকে বাজে ভাবে ট্রোল করা হল তার পোশাকের কারণে।

বাবার সঙ্গে মন্দিরে গেছিলেন নায়সা। একটি হলুদ ক্রপ টপ পরে দেখা গেল তাকে। কপালে ছোট্ট তিলক আর হাতে ফুল নিয়ে তিনি বেরোলেন বাবার সঙ্গে। তার এই পোশাকেই চটেছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

Ajay Debgn daughter news
মন্দিরে নায়সা, ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

মন্দিরে এই ধরনের পোশাক পরে যাওয়া উচিত নয়, মত ট্রোলারদের। এই পোশাক নাকি শালীনতার সীমা ছাড়িয়ে গেছে, মনে করছেন তারা।

Ajay Debgn daughter news
.
Ajay Debgn daughter news
.

তবে এই প্রথম বার নয়, এর আগেও বহুবার নায়সা ট্রোলের শিকার হয়েছেন। তার পোশাক নির্বাচন নিয়ে বা তার গায়ের রং নিয়ে। এই প্রসঙ্গে অজয়ও রিঅ্যাক্টও করেছেন। বলেছেন যে, "বাবা-মা ফেমাস বলে ছেলেমেয়েকে টার্গেট করা কখনই উচিত নয়।"

তবে মন্দিরের পোশাক নিয়ে তাঁদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি মিডিয়ায়।

Intro:Body:

মন্দিরে "অনুপযুক্ত" পোশাক ? ট্রোলড অজয়-কাজলের মেয়ে নায়সা



একটি ক্রপ টপ পরে মন্দিরে গেছিলেন অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়সা দেবগন। আর তার এই পোশাকেই চটেছেন নেটিজেনরা।



মুম্বই : সোশাল মিডিয়ায় কোনও না কোনও তারকাকে প্রতিদিন ট্রোল করা হয়। আর এখন তো বাদ নেই স্টারকিডরাও। সম্প্রতি অজয়-কাজলের মেয়ে নায়সাকে বাজে ভাবে ট্রোল করা হল তার পোশাকের কারণে।



বাবার সঙ্গে মন্দিরে গেছিলেন নায়সা। একটি হলুদ ক্রপ টপ পরে দেখা গেল তাকে। কপালে ছোট্ট তিলক আর হাতে ফুল নিয়ে তিনি বেরোলেন বাবার সঙ্গে। তার এই পোশাকেই চটেছেন সোশাল মিডিয়ায়।



মন্দিরে এই ধরনের পোশাক পরে যাওয়া উচিত নয়, মতে ট্রোলারদের। এই পোশাক নাকি শালীনতার সীমা ছাড়িয়ে গেছে, মনে করছেন তারা।



তবে এই প্রথম বার নয়, এর আগেও বহুবার নায়সা ট্রোলের শিকার হয়েছেন। তার পোশাক নির্বাচন নিয়ে বা তার গায়ের রং নিয়ে। এই প্রসঙ্গে অজয়ও রিঅ্যাক্টও করেছেন। বলেছেন যে, "বাবা-মা ফেমাস বলে ছেলেমেয়েকে টার্গেট করা কখনই উচিত নয়।"



তবে মন্দিরের পোশাক নিয়ে তাঁদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি মিডিয়ায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.