ETV Bharat / sitara

করণের 'ড্রাগ পার্টির' সঙ্গে এই কেসের কোনও যোগ নেই : NCB - Karan johar drug party

করণের বাড়িতে হওয়া সেই 2019-এর পার্টি, যেটিকে 'ড্রাগ পার্টি' বলে অভিযোগ তুলেছেন অনেকেই, তার সঙ্গে বলিউডের ড্রাগ মামলার কোনও যোগ নেই, সাফ জানিয়ে দেওয়া হল NCB-র তরফ থেকে ।

Karan johar drug party
Karan johar drug party
author img

By

Published : Sep 27, 2020, 12:36 PM IST

মুম্বই : বলিউডে ড্রাগ চক্র নিয়ে তোলপাড় হচ্ছে দেশ । একের পর এক তাবড় সেলেব্রিটিকে তলব করছে নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা NCB । সামনে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য । তবে এই তদন্তের সঙ্গে 2019 সালে করণের বাড়িতে হওয়া 'ড্রাগ পার্টি'-র কোনও যোগ নেই, সাফ জানিয়ে দেওয়া হল NCB-র তরফ থেকে ।

2019 সালের 28 জুলাই করণ জোহর একটি ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় । সেখানে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, জ়োয়া আখতার, মালাইকা আরোরার মতো একাধিক তারকা উপস্থিত ছিলেন । তাঁদের চোখমুখ দেখে অনেকেই আন্দাজ করেন যে, পার্টিতে মাদক সেবন করেছেন তাঁরা ।

পরবর্তীকালে শিরোমণি আকালি দলের বিধায়ক মঞ্জিন্দর সিং সিরসা বিষয়টি নিয়ে সরব হন এবং তদন্তের দাবি জানান । সরব হন কঙ্গনা রানাওয়াতও । সেই সময়ে এই পার্টি নিয়ে বেশ জলঘোলা হলেও, কোনও কিনাড়া হয়নি ।

সম্প্রতি NCB বলিউডে ড্রাগ চক্রের তদন্ত শুরু করেছে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে করতে CBI-এর হাতে উঠে আসা কিছু মাদক সংক্রান্ত সূত্রের ভিত্তিতে এই তদন্তভার গিয়ে পড়েছে NCB-র উপর ।

এরপরই জল্পনা শুরু হয় যে, করণের বাড়িতে হওয়া সেই পার্টিরও তদন্ত শুরু করবে NCB এবং সেই পার্টিতে উপস্থিত সেলেবদেরও তলব করা হবে । কিন্তু, এই খবর যে একেবারেই ভিত্তিহীন তা পরিষ্কার করে জানিয়ে দেন NCB-র রিজিওনাল ডেপুটি ডিরেক্টর জেনারেল মুঠা অশোক জৈন ।

জৈন বলেন, "এই কেসের সঙ্গে ওই ভিডিয়োর কোনও যোগ নেই ।"

মুম্বই : বলিউডে ড্রাগ চক্র নিয়ে তোলপাড় হচ্ছে দেশ । একের পর এক তাবড় সেলেব্রিটিকে তলব করছে নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা NCB । সামনে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য । তবে এই তদন্তের সঙ্গে 2019 সালে করণের বাড়িতে হওয়া 'ড্রাগ পার্টি'-র কোনও যোগ নেই, সাফ জানিয়ে দেওয়া হল NCB-র তরফ থেকে ।

2019 সালের 28 জুলাই করণ জোহর একটি ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় । সেখানে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, জ়োয়া আখতার, মালাইকা আরোরার মতো একাধিক তারকা উপস্থিত ছিলেন । তাঁদের চোখমুখ দেখে অনেকেই আন্দাজ করেন যে, পার্টিতে মাদক সেবন করেছেন তাঁরা ।

পরবর্তীকালে শিরোমণি আকালি দলের বিধায়ক মঞ্জিন্দর সিং সিরসা বিষয়টি নিয়ে সরব হন এবং তদন্তের দাবি জানান । সরব হন কঙ্গনা রানাওয়াতও । সেই সময়ে এই পার্টি নিয়ে বেশ জলঘোলা হলেও, কোনও কিনাড়া হয়নি ।

সম্প্রতি NCB বলিউডে ড্রাগ চক্রের তদন্ত শুরু করেছে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে করতে CBI-এর হাতে উঠে আসা কিছু মাদক সংক্রান্ত সূত্রের ভিত্তিতে এই তদন্তভার গিয়ে পড়েছে NCB-র উপর ।

এরপরই জল্পনা শুরু হয় যে, করণের বাড়িতে হওয়া সেই পার্টিরও তদন্ত শুরু করবে NCB এবং সেই পার্টিতে উপস্থিত সেলেবদেরও তলব করা হবে । কিন্তু, এই খবর যে একেবারেই ভিত্তিহীন তা পরিষ্কার করে জানিয়ে দেন NCB-র রিজিওনাল ডেপুটি ডিরেক্টর জেনারেল মুঠা অশোক জৈন ।

জৈন বলেন, "এই কেসের সঙ্গে ওই ভিডিয়োর কোনও যোগ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.