ETV Bharat / sitara

সোশাল মিডিয়া থেকে ব্রেক নেহার, বললেন "আমি বেঁচে থাকব" - নেহা কক্করের খবর

সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন নেহা কক্কর । এই ভার্চুয়াল দুনিয়ার নেগেটিভিটি থেকে কিছু সময়ের বিরতি চান গায়িকা ।

neha kakkar social media break
neha kakkar social media break
author img

By

Published : Jun 23, 2020, 4:28 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরে নেপোটিজ়ম, কোরোনা ভাইরাস, ভারত-চীন যুদ্ধ সবমিলিয়ে একটা নেগেটিভ পরিবেশ । একটু বিরতি চাইলেন নেহা কক্কর । সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেন তিনি ।

ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, "ঘুমোতে যাচ্ছি । যেন একটা সুন্দর পৃথিবীতে ঘুম ভাঙে আমার । যেখানে স্বাধীনতা, ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন, মজা, গ্রহণযোগ্যতা আর ভালো মানুষ থাকবেন ।"

এমনিতেই চারিদিকে খুব খারাপ পরিস্থিতি । কোরোনার প্রকোপে মানুষের মৃত্যুমিছিল বহমান । তারপর ভারত আর চীনের মধ্যে রাজনৈতিক চাপান উতোর চলছে, বর্ডারে সৈনিক মারা যাচ্ছেন । একের পর এক পাবলিক ফিগারের মৃত্যু ও আত্মহত্যার খবরে বিস্বাদ হচ্ছে দিন । তার উপরে সোশাল মিডিয়ার নেগেটিভিটি ? নিতে পারলেন না নেহা ।

neha kakkar social media break
.

তিনি চান এমন এক দুনিয়া, যেখানে "হিংসা, নেপোটিজ়ম, রেষারেষি, হিটলার, খুন-জখম, আত্মহত্যা কিছুই থাকবে না ।"

নেহা লিখেছেন, "চিন্তা করবেন না, আমি বেঁচে থাকব । শুধু কয়েকদিনের জন্য এসবের থেকে দূরে থাকতে চাই ।"

কয়েকদিন আগে সোনাক্ষী সিনহা একই সিদ্ধান্ত নিয়েছেন ।

মুম্বই : সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরে নেপোটিজ়ম, কোরোনা ভাইরাস, ভারত-চীন যুদ্ধ সবমিলিয়ে একটা নেগেটিভ পরিবেশ । একটু বিরতি চাইলেন নেহা কক্কর । সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেন তিনি ।

ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, "ঘুমোতে যাচ্ছি । যেন একটা সুন্দর পৃথিবীতে ঘুম ভাঙে আমার । যেখানে স্বাধীনতা, ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন, মজা, গ্রহণযোগ্যতা আর ভালো মানুষ থাকবেন ।"

এমনিতেই চারিদিকে খুব খারাপ পরিস্থিতি । কোরোনার প্রকোপে মানুষের মৃত্যুমিছিল বহমান । তারপর ভারত আর চীনের মধ্যে রাজনৈতিক চাপান উতোর চলছে, বর্ডারে সৈনিক মারা যাচ্ছেন । একের পর এক পাবলিক ফিগারের মৃত্যু ও আত্মহত্যার খবরে বিস্বাদ হচ্ছে দিন । তার উপরে সোশাল মিডিয়ার নেগেটিভিটি ? নিতে পারলেন না নেহা ।

neha kakkar social media break
.

তিনি চান এমন এক দুনিয়া, যেখানে "হিংসা, নেপোটিজ়ম, রেষারেষি, হিটলার, খুন-জখম, আত্মহত্যা কিছুই থাকবে না ।"

নেহা লিখেছেন, "চিন্তা করবেন না, আমি বেঁচে থাকব । শুধু কয়েকদিনের জন্য এসবের থেকে দূরে থাকতে চাই ।"

কয়েকদিন আগে সোনাক্ষী সিনহা একই সিদ্ধান্ত নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.