মুম্বই : মুক্তি পেল বিধু বিনোদ চোপড়ার আপকামিং ছবি 'শিকারা'-র মোশন পোস্টার । কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি ছবিটি । 1990 সালে কাশ্মীর ছাড়তে হয় বহু কাশ্মীরি পণ্ডিতকে । 30 বছর বাদে এবার তাঁদের কাহিনি তুলে ধরা হবে সিলভার স্ক্রিনে । তবে ছবিটি মূলত এক প্রেমের গল্প ।
1990 সালের 19 জানুয়ারিতে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর ছাড়তে হয়েছিল । এর ঠিক 30 বছর পর মানে 2020 সালের 19 জানুয়ারিতে সেই কাহিনি বলা হচ্ছে । পোস্টারে একথা বলা হয়েছে । তারপরই পোস্টারে দেখা যাচ্ছে একটি শিকারা ভেসে যেতে । তবে এই ছবিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি ।
টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন বিধু বিনোদ চোপড়া । ছবির গানের দায়িত্বে ছিলেন এ আর রহমান ।
-
Tees saal baad, humari kahani kahi jayegi... Here is a timeless love story in the worst of times.https://t.co/NZdbppHJ5H #Shikara #VidhuVinodChopra @arrahman @foxstarhindi
— Vidhu Vinod Chopra Films (@VVCFilms) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tees saal baad, humari kahani kahi jayegi... Here is a timeless love story in the worst of times.https://t.co/NZdbppHJ5H #Shikara #VidhuVinodChopra @arrahman @foxstarhindi
— Vidhu Vinod Chopra Films (@VVCFilms) December 20, 2019Tees saal baad, humari kahani kahi jayegi... Here is a timeless love story in the worst of times.https://t.co/NZdbppHJ5H #Shikara #VidhuVinodChopra @arrahman @foxstarhindi
— Vidhu Vinod Chopra Films (@VVCFilms) December 20, 2019
1990 সালে যখন কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছাড়তে হয়েছিল সেই সময়টা ঠিক কেমন ছিল । কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের । সেই সব বিষয়ই ফুটে উঠবে ছবিতে ।
পরিচালনার পাশাপাশি ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে ছবির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া । সব ঠিক থাকলে 2020 সালের 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।
'আর্টিকেল 370' ছবি মুক্তির ছ'মাস পর মুক্তি পাচ্ছে 'শিকারা'। এর আগে 'মিশন কাশ্মীর', 'পরিন্দা' ও '1942 : লাভ স্টোরি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া ।