ETV Bharat / sitara

কাশ্মীরি পণ্ডিতদের গল্প বলবে 'শিকারা' - শিকারা

প্রকাশ্যে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'শিকারা'-র মোশন পোস্টার । 1990 সালের কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ছাড়ার ঘটনা ফুটে উঠবে ছবিতে ।

fg
fg
author img

By

Published : Dec 20, 2019, 6:42 PM IST

মুম্বই : মুক্তি পেল বিধু বিনোদ চোপড়ার আপকামিং ছবি 'শিকারা'-র মোশন পোস্টার । কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি ছবিটি । 1990 সালে কাশ্মীর ছাড়তে হয় বহু কাশ্মীরি পণ্ডিতকে । 30 বছর বাদে এবার তাঁদের কাহিনি তুলে ধরা হবে সিলভার স্ক্রিনে । তবে ছবিটি মূলত এক প্রেমের গল্প ।

1990 সালের 19 জানুয়ারিতে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর ছাড়তে হয়েছিল । এর ঠিক 30 বছর পর মানে 2020 সালের 19 জানুয়ারিতে সেই কাহিনি বলা হচ্ছে । পোস্টারে একথা বলা হয়েছে । তারপরই পোস্টারে দেখা যাচ্ছে একটি শিকারা ভেসে যেতে । তবে এই ছবিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি ।

টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন বিধু বিনোদ চোপড়া । ছবির গানের দায়িত্বে ছিলেন এ আর রহমান ।

1990 সালে যখন কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছাড়তে হয়েছিল সেই সময়টা ঠিক কেমন ছিল । কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের । সেই সব বিষয়ই ফুটে উঠবে ছবিতে ।

পরিচালনার পাশাপাশি ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে ছবির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া । সব ঠিক থাকলে 2020 সালের 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

'আর্টিকেল 370' ছবি মুক্তির ছ'মাস পর মুক্তি পাচ্ছে 'শিকারা'। এর আগে 'মিশন কাশ্মীর', 'পরিন্দা' ও '1942 : লাভ স্টোরি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া ।

মুম্বই : মুক্তি পেল বিধু বিনোদ চোপড়ার আপকামিং ছবি 'শিকারা'-র মোশন পোস্টার । কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি ছবিটি । 1990 সালে কাশ্মীর ছাড়তে হয় বহু কাশ্মীরি পণ্ডিতকে । 30 বছর বাদে এবার তাঁদের কাহিনি তুলে ধরা হবে সিলভার স্ক্রিনে । তবে ছবিটি মূলত এক প্রেমের গল্প ।

1990 সালের 19 জানুয়ারিতে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর ছাড়তে হয়েছিল । এর ঠিক 30 বছর পর মানে 2020 সালের 19 জানুয়ারিতে সেই কাহিনি বলা হচ্ছে । পোস্টারে একথা বলা হয়েছে । তারপরই পোস্টারে দেখা যাচ্ছে একটি শিকারা ভেসে যেতে । তবে এই ছবিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি ।

টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন বিধু বিনোদ চোপড়া । ছবির গানের দায়িত্বে ছিলেন এ আর রহমান ।

1990 সালে যখন কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছাড়তে হয়েছিল সেই সময়টা ঠিক কেমন ছিল । কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের । সেই সব বিষয়ই ফুটে উঠবে ছবিতে ।

পরিচালনার পাশাপাশি ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে ছবির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া । সব ঠিক থাকলে 2020 সালের 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

'আর্টিকেল 370' ছবি মুক্তির ছ'মাস পর মুক্তি পাচ্ছে 'শিকারা'। এর আগে 'মিশন কাশ্মীর', 'পরিন্দা' ও '1942 : লাভ স্টোরি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.