মুম্বই : 'মলঙ্গ'-এর সিকুয়েল তৈরির কথা জানা গিয়েছিল অনেকদিন আগেই । সিকুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগেই জানান প্রযোজক অঙ্কুর গর্গ । যদিও তা নিয়ে তখনও মুখ খোলেননি পরিচালক মোহিত সুরি । তবে এবার সিকুয়েল নিয়ে মুখ খুললেন তিনিও ।
আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন মোহিত । সেখানে ল্যাপটপের স্ক্রিনে ফুটে উঠছে 'মলঙ্গ 2' লেখাটি । ছবির প্রথম ড্রাফ্ট লেখা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি । আর ছবির ক্যাপশনে লেখেন, "একটা ভালো ছবি তৈরির জন্য প্রয়োজন তিনটি জিনিসের, সেটা হল স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আর স্ক্রিপ্ট-অ্যালফ্রেড হিচকক ।"
-
To make a great film you need 3 things : The script , the script and the script - Alfred Hitchcock #Malang #firstdraft #malang2 pic.twitter.com/93rpWy34P2
— Mohit Suri (@mohit11481) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To make a great film you need 3 things : The script , the script and the script - Alfred Hitchcock #Malang #firstdraft #malang2 pic.twitter.com/93rpWy34P2
— Mohit Suri (@mohit11481) May 31, 2020To make a great film you need 3 things : The script , the script and the script - Alfred Hitchcock #Malang #firstdraft #malang2 pic.twitter.com/93rpWy34P2
— Mohit Suri (@mohit11481) May 31, 2020
7 ফেব্রুয়ারি মুক্তি পায় রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার 'মলঙ্গ'। সেখান অভিনয় করেছিলেন অনিল কাপুর, দিশা পাটানি, আদিত্য রয় কাপুর ও কুণাল খেমু । বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি । তারপর ডিজিটালে ছেড়ে দেওয়া হয় 'মলঙ্গ'-কে । সেখান থেকেও ভালোই সাড়া পাচ্ছেন নির্মাতারা । আর সেই কারণেই ছবির সিকুয়েলের কাজ শুরু করেছেন বলে জানান তাঁরা ।
6 মে একটি ভার্চুয়াল রিইউনিয়ন করেছিলেন 'মলঙ্গ'-এর কলাকুশলীরা । ছিলেন অনিল কাপুর, দিশা পাটানি, আদিত্য রয় কাপুর ও কুণাল খেমু । ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন তাঁরা ।