ETV Bharat / sitara

দীপিকার JNU-তে যাওয়া নিয়ে কী বললেন মেঘনা গুলজ়ার ?

author img

By

Published : Jan 13, 2020, 10:53 PM IST

দীপিকার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রসঙ্গে এবার মন্তব্য করলেন পরিচালক মেঘনা গুলজ়ার ।

dfg
dfg

মুম্বই : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । ঘটনার পরই পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান দীপিকা পাডুকোন । এই নিয়ে ট্রোলড হন তিনি । BJP-র একাংশ তাঁর ছবি বয়কটের ডাক দেয় । আর এবার দীপিকার JNU যাওয়া নিয়ে মন্তব্য করলেন পরিচালক মেঘনা গুলজ়ারও ।

সম্প্রতি একটি সংবাদ সংস্থা মেঘনাকে এনিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "ব্যক্তিগত ও কাজের জায়গাকে আলাদা করে দেখা উচিত । একজন মানুষ তাঁর ব্যক্তিগত জীবনে যা করছেন এবং কাজের জায়গায় যা করছেন তার মধ্যে আলাদা করা দরকার । ওই আলাদা করার জায়গা থেকে যদি ক্যামেরার লেন্সকে একটু ঘুরিয়ে দেওয়া হয় । দেখানো হয় আমরা কেন এই ছবি বানিয়েছি, আর ছবির মাধ্যমে আমরা ঠিক কী বলতে চাইছি । আমার মনে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ।"

5 জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে হামলা চালায় একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের উপর হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনার প্রতিবাদে সরব হন বলিউডের একাধিক তারকা । পড়ুয়াদের পাশে দাঁড়ান তাঁরা । এরপর জখম পড়ুয়াদের দেখতে বিশ্ববিদ্যালয়ে যান দীপিকা । পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন । তবে তাঁর এই পদক্ষেপকে মোটেই ভালো ভাবে নেয়নি BJP-র একাংশ । কেউ বলেন শুধুমাত্র প্রচারের জন্য সেখানে যান দীপিকা । আবার কেউ তাঁর ছবি বয়কটের ডাকও দেন । যদিও দীপিকার এই পদক্ষেপকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা । তাঁর পাশে দাঁড়ায় কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি । এরপরই কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে 'ছপাক'-কে করমুক্ত ঘোষণা করা হয় ।

10 জানুয়ারি মুক্তি পায় 'ছপাক'। সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । রয়েছেন ভিক্রান্ত ম্যাসিও । অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

মুম্বই : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । ঘটনার পরই পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান দীপিকা পাডুকোন । এই নিয়ে ট্রোলড হন তিনি । BJP-র একাংশ তাঁর ছবি বয়কটের ডাক দেয় । আর এবার দীপিকার JNU যাওয়া নিয়ে মন্তব্য করলেন পরিচালক মেঘনা গুলজ়ারও ।

সম্প্রতি একটি সংবাদ সংস্থা মেঘনাকে এনিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "ব্যক্তিগত ও কাজের জায়গাকে আলাদা করে দেখা উচিত । একজন মানুষ তাঁর ব্যক্তিগত জীবনে যা করছেন এবং কাজের জায়গায় যা করছেন তার মধ্যে আলাদা করা দরকার । ওই আলাদা করার জায়গা থেকে যদি ক্যামেরার লেন্সকে একটু ঘুরিয়ে দেওয়া হয় । দেখানো হয় আমরা কেন এই ছবি বানিয়েছি, আর ছবির মাধ্যমে আমরা ঠিক কী বলতে চাইছি । আমার মনে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ।"

5 জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে হামলা চালায় একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের উপর হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনার প্রতিবাদে সরব হন বলিউডের একাধিক তারকা । পড়ুয়াদের পাশে দাঁড়ান তাঁরা । এরপর জখম পড়ুয়াদের দেখতে বিশ্ববিদ্যালয়ে যান দীপিকা । পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন । তবে তাঁর এই পদক্ষেপকে মোটেই ভালো ভাবে নেয়নি BJP-র একাংশ । কেউ বলেন শুধুমাত্র প্রচারের জন্য সেখানে যান দীপিকা । আবার কেউ তাঁর ছবি বয়কটের ডাকও দেন । যদিও দীপিকার এই পদক্ষেপকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা । তাঁর পাশে দাঁড়ায় কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি । এরপরই কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে 'ছপাক'-কে করমুক্ত ঘোষণা করা হয় ।

10 জানুয়ারি মুক্তি পায় 'ছপাক'। সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । রয়েছেন ভিক্রান্ত ম্যাসিও । অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.