ETV Bharat / sitara

আমি শুরু থেকেই শ্যামবর্ণাদের ক্যাটাগরিতে : মালাইকা - মালাইরা আরোরার খবর

গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রির পক্ষপাত, মুখ খুললেন মালাইকা আরোরা।

Malaika Arora dark skinned
author img

By

Published : Nov 5, 2019, 11:46 AM IST

মুম্বই : মালাইকা আরোরাকে 'আইটেম ডান্সার' হিসেবেই চিনেছে মানুষ। কোনওদিনই তাঁকে কোনও গুরুত্বপর্ণ চরিত্রে দেখা যায়নি সেভাবে। গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই একটা পক্ষপাত রয়েছে, জানালেন মালাইকা।

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি জনপ্রিয় টক শোয়ে এসে মালাইকা খুলে বললেন তাঁর মনের কথা। বললেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন গায়ের কালো রং-ফর্সা রং নিয়ে একটা তীব্র পক্ষপাত ছিল এবং আমায় শুরু থেকেই শ্যামবর্ণার ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে।"

তবে তাতে কিছু এসে যায় না মালাইকার। তিনি বললেন, "ব্যক্তিগত ভাবে আমার কিছু যায় আসে না। যারা এই ভাবে ভাবতে পারে, তাদের আমার প্রতি করুণা হয়। নিশ্চয়ই সেই সব মানুষ মানসিক ভাবে খুব অস্থির থাকেন বা তাদের খুব কম আত্মসম্মানবোধ থাকে। নাহলে অন্য কাউকে এভাবে ছোটো করা যায় না।"

সেই অর্থে অভিনয় না করলেও, ডান্সার হিসেবে খুবই জনপ্রিয় মালাইকা। 'ছইয়াঁ ছইয়াঁ' বা 'আনারকলি'-র মতো গানে তাঁর পারফর্মেন্স ভীষণভাবে মনে রাখার মতো।

মুম্বই : মালাইকা আরোরাকে 'আইটেম ডান্সার' হিসেবেই চিনেছে মানুষ। কোনওদিনই তাঁকে কোনও গুরুত্বপর্ণ চরিত্রে দেখা যায়নি সেভাবে। গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই একটা পক্ষপাত রয়েছে, জানালেন মালাইকা।

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি জনপ্রিয় টক শোয়ে এসে মালাইকা খুলে বললেন তাঁর মনের কথা। বললেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন গায়ের কালো রং-ফর্সা রং নিয়ে একটা তীব্র পক্ষপাত ছিল এবং আমায় শুরু থেকেই শ্যামবর্ণার ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে।"

তবে তাতে কিছু এসে যায় না মালাইকার। তিনি বললেন, "ব্যক্তিগত ভাবে আমার কিছু যায় আসে না। যারা এই ভাবে ভাবতে পারে, তাদের আমার প্রতি করুণা হয়। নিশ্চয়ই সেই সব মানুষ মানসিক ভাবে খুব অস্থির থাকেন বা তাদের খুব কম আত্মসম্মানবোধ থাকে। নাহলে অন্য কাউকে এভাবে ছোটো করা যায় না।"

সেই অর্থে অভিনয় না করলেও, ডান্সার হিসেবে খুবই জনপ্রিয় মালাইকা। 'ছইয়াঁ ছইয়াঁ' বা 'আনারকলি'-র মতো গানে তাঁর পারফর্মেন্স ভীষণভাবে মনে রাখার মতো।

Intro:Body:

আমি শুরু থেকেই শ্যামবর্ণার ক্যাটাগরিতে : মালাইকা



গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রির পক্ষপাত, মুখ খুললেন মালাইকা আরোরা।



মুম্বই : মালাইকা আরোরাকে 'আইটেম ডান্সার' হিসেবেই চিনেছে মানুষ। কোনওদিনই তাঁকে কোনও গুরুত্বপর্ণ চরিত্রে দেখা যায়নি সেভাবে। গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই একটা পক্ষপাত রয়েছে, জানালেন মালাইকা।



সম্প্রতি নেহা ধুপিয়ার একটি জনপ্রিয় টক শোয়ে এসে মালাইকা খুলে বললেন তাঁর মনের কথা। বললেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন গায়ের কালো রং-ফর্সা রং নিয়ে একটা তীব্র পক্ষপাত ছিল এবং আমায় শুরু থেকেই শ্যামবর্ণার ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে।"



তবে তাতে কিছু এসে যায় না মালাইকার। তিনি বললেন, "ব্যক্তিগত ভাবে আমার কিছু যায় আসে না। যারা এই ভাবে ভাবতে পারে, তাদের আমার প্রতি করুণা হয়। নিশ্চয়ই সেই সব মানুষ মানসিক ভাবে খুব অস্থির থাকে বা তাদের খুব কম আত্মসম্মানবোধ থাকে। নাহলে অন্য কাউকে ছোটো করা যায় না।"



সেই অর্থে অভিনয় না করলেও, ডান্সার হিসেবে খুবই জনপ্রিয় মালাইকা। 'ছইয়াঁ ছইয়াঁ' বা 'আনারকলি'-র মতো গানে তাঁর পারফর্মেন্স ভীষণভাবে মনে রাখার মতো।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.