ETV Bharat / sitara

"যিনি মহারাষ্ট্রের অপমান করেছেন, তাঁকেই সুরক্ষা দিচ্ছে কেন্দ্রীয় সরকার"

author img

By

Published : Sep 7, 2020, 9:44 PM IST

কঙ্গনার সুরক্ষা প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, "যিনি মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করছেন তাঁকে কেন্দ্রীয় সরকারের থেকে 'Y' ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হচ্ছে এটা দেখে অবাক হচ্ছি । খুবই খারাপ লাগছে । মহারাষ্ট্র শুধুমাত্রই NCP, শিবসেনা ও কংগ্রেসের নয়, BJP ও সাধারণ মানুষেরও । মহারাষ্ট্রকে অপমান করার জন্য সব দলেরই এর নিন্দা করা উচিত ।"

asd
asd

মুম্বই : মেয়ের সুরক্ষার কথা চিন্তা করেই হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনা রানাওয়াতের বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । যদিও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ মোটেই ভালোভাবে নেয়নি মহারাষ্ট্র সরকার ।

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, "যিনি মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করছেন তাঁকে কেন্দ্রীয় সরকারের থেকে 'Y' ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হচ্ছে এটা দেখে অবাক হচ্ছি । খুবই খারাপ লাগছে । মহারাষ্ট্র শুধুমাত্রই NCP, শিবসেনা ও কংগ্রেসের নয়, BJP ও সাধারণ মানুষেরও । মহারাষ্ট্রকে অপমান করার জন্য সব দলেরই এর নিন্দা করা উচিত ।"

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।

কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।

এরপরই মেয়ের সুরক্ষার জন্য হিমাচলপ্রদেশের সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনার বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । এর পাশাপাশি অভিনেত্রীর মানালির বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয় রাজ্যের তরফে ।

মুম্বই : মেয়ের সুরক্ষার কথা চিন্তা করেই হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনা রানাওয়াতের বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । যদিও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ মোটেই ভালোভাবে নেয়নি মহারাষ্ট্র সরকার ।

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, "যিনি মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করছেন তাঁকে কেন্দ্রীয় সরকারের থেকে 'Y' ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হচ্ছে এটা দেখে অবাক হচ্ছি । খুবই খারাপ লাগছে । মহারাষ্ট্র শুধুমাত্রই NCP, শিবসেনা ও কংগ্রেসের নয়, BJP ও সাধারণ মানুষেরও । মহারাষ্ট্রকে অপমান করার জন্য সব দলেরই এর নিন্দা করা উচিত ।"

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।

কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।

এরপরই মেয়ের সুরক্ষার জন্য হিমাচলপ্রদেশের সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনার বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । এর পাশাপাশি অভিনেত্রীর মানালির বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয় রাজ্যের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.