মুম্বই , 31 মে : হাইস্কুলের গণ্ডি পার করলেন মাধুরী দীক্ষিতের পুত্র আরিন ৷ গর্বে বুক ভরে গেল অভিনেত্রীর ৷ রবিবার একথা নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ৷
তিনি ইনস্টাগ্রামে লেখেন, "আমার ও রামের জন্য এটি গর্বের মুহূর্ত ৷ কারণ হাইস্কুল থেকে স্নাতক হয়েছেন আরিন ৷ তাঁকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ৷ আমরা সকলেই জানি 2021-তে কত কঠিন ছিল একাগ্রতার সঙ্গে পড়াশোনা করা ৷ আমরা তার প্রশংসা করি ৷ তোমার সহনশীলতা, কঠোর পরিশ্রম ও শক্তি এবং ফোকাস তোমাকে এই সফলতা দিয়েছে ৷ ...তোমাকে সর্বদা ভালবাসি ৷ #ProudParent #ClassOf2021 #GraduationDay ৷"
আরও পড়ুন : সুশান্তের দুই প্রাক্তন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনসিবি
অভিনেত্রী নিজের হাতে ছেলেকে তৈরি করেছিলেন গ্র্যাজুয়েশন ডে-র দিন ৷ সেই ভিডিয়ো তিনি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷
এবছর মার্চ মাসে আরিন 18 বছরে পা রাখেন ৷ তখন মাধুরী লিখেছিলেন, "আমার ছেলে আনুষ্ঠানিকভাবে আজ প্রাপ্তবয়স্ক হল ৷ শুভ জন্মদিন আরিন ৷ সবসময় মনে রাখবে স্বাধীনতাকে দায়িত্ব মনে করে নেবে ৷ ...আশা করছি তোমার যাত্রা রোমাঞ্চকর হবে ৷"