ETV Bharat / sitara

বড়দিনের শুভেচ্ছা জানালেন করিনা, তইমুরের নজর কিন্তু অন্যদিকে - করিনা কাপুরের খবর

আজ বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর খান ও সইফ আলি খান । তইমুরের নজর কিন্তু অন্য দিকে । বাবা-মা কী করছে তাতে কিছু যায় আসে না তার ।

kareena kapoor khan christmas wish
kareena kapoor khan christmas wish
author img

By

Published : Dec 25, 2020, 5:28 PM IST

মুম্বই : পরিবারের সঙ্গে করিনা কাপুর খান সেলিব্রেট করলেন বড়দিন । আর খানেদের সেলিব্রেশন মানেই খাওয়াদাওয়ার এলাহি আয়োজন । তাঁদের বড়দিনের পার্টিতে জায়গা করে নিল টার্কির রোস্ট ।

আর তাই পেয়ে কোনওদিকে হুঁশ নেই তইমুরের । সোশাল মিডিয়ায় একটি ছবি দিয়েছেন করিনা । সইফ আর তাঁকে হাসিমুখে পোজ় দিতে দেখা গেছে ছবিতে । আর তইমুর মনের সুখে টার্কির স্বাদ নিচ্ছে ।

ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "কেউ একজন টার্কি খেতে ভালোবাসে । সবাইকে মেরি ক্রিসমাস ।" দেখে নিন তাঁর পোস্ট..

করিনাদের ক্রিসমাস পার্টিতে যোগ দিয়েছেন সইফের আগের পক্ষের সন্তান ইব্রাহিম, সোহা আলি খান, কুনাল খেমু, করিশ্মা কাপুর, অমৃতা আরোরা সহ আরও অনেকে । শীতের দিনে আন্তরিকতার উষ্ণতায় বেশ জমে উঠেছে বড়দিনটা ।

মুম্বই : পরিবারের সঙ্গে করিনা কাপুর খান সেলিব্রেট করলেন বড়দিন । আর খানেদের সেলিব্রেশন মানেই খাওয়াদাওয়ার এলাহি আয়োজন । তাঁদের বড়দিনের পার্টিতে জায়গা করে নিল টার্কির রোস্ট ।

আর তাই পেয়ে কোনওদিকে হুঁশ নেই তইমুরের । সোশাল মিডিয়ায় একটি ছবি দিয়েছেন করিনা । সইফ আর তাঁকে হাসিমুখে পোজ় দিতে দেখা গেছে ছবিতে । আর তইমুর মনের সুখে টার্কির স্বাদ নিচ্ছে ।

ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "কেউ একজন টার্কি খেতে ভালোবাসে । সবাইকে মেরি ক্রিসমাস ।" দেখে নিন তাঁর পোস্ট..

করিনাদের ক্রিসমাস পার্টিতে যোগ দিয়েছেন সইফের আগের পক্ষের সন্তান ইব্রাহিম, সোহা আলি খান, কুনাল খেমু, করিশ্মা কাপুর, অমৃতা আরোরা সহ আরও অনেকে । শীতের দিনে আন্তরিকতার উষ্ণতায় বেশ জমে উঠেছে বড়দিনটা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.