ETV Bharat / sitara

নতুন মিশনের জন্য তৈরি করিনা ! - ফ্যাট

সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন করিনা । এর ক্যাপশনে লেখেন, "ডিয়ার ফ্যাট, এবার মরার জন্য তৈরি হও..."।

sdf
sdf
author img

By

Published : Jun 5, 2020, 10:29 PM IST

মুম্বই : পরনে কালো স্লিভলেস টি শার্ট । উঁচু করে বাঁধা রয়েছে চুল । আর রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন করিনা কাপুর খান । সেখানেই একটি সেলফি তুলেছেন তিনি ।

সম্প্রতি এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে । এর ক্যাপশনে লেখেন, "ডিয়ার ফ্যাট, এবার মরার জন্য তৈরি হও..."।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । এই পরিস্থিতিতে বন্ধ ছিল জিমও । ফলে বাড়িতেই শরীরচর্চা করছিলেন তারকারা । তবে বাড়িতে ওয়ার্কআউট করলেও অনেক ক্ষেত্রেই নিয়ম মেন সবকিছু করতে পারছিলেন না তাঁরা । সেই কারণে শরীরে জমছিল মেদ । তবে লকডাউন উঠে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । খুলবে জিমও । তাই এবার ঠিক করে ওয়ার্কআউটও করতে পারবেন তাঁরা । সেই কারণেই এই পোস্টটি করেন করিনা ।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন নেটিজ়েনরা । করিনার ফিটনেসের প্রশংসাও করেছেন অনেকেই ।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে তইমুরের সঙ্গে সইফ আলি খানের তোলা একটি ছবি পোস্ট করেন করিনা । সেখানে বাবার পিঠের উপর উলটো হয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল তইমুরকে ।

শেষবার 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে অভিনয় করেন করিনা । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী । কয়েকদিন পরই ফের শুরু হবে ছবির শুটিং ।

মুম্বই : পরনে কালো স্লিভলেস টি শার্ট । উঁচু করে বাঁধা রয়েছে চুল । আর রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন করিনা কাপুর খান । সেখানেই একটি সেলফি তুলেছেন তিনি ।

সম্প্রতি এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে । এর ক্যাপশনে লেখেন, "ডিয়ার ফ্যাট, এবার মরার জন্য তৈরি হও..."।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । এই পরিস্থিতিতে বন্ধ ছিল জিমও । ফলে বাড়িতেই শরীরচর্চা করছিলেন তারকারা । তবে বাড়িতে ওয়ার্কআউট করলেও অনেক ক্ষেত্রেই নিয়ম মেন সবকিছু করতে পারছিলেন না তাঁরা । সেই কারণে শরীরে জমছিল মেদ । তবে লকডাউন উঠে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । খুলবে জিমও । তাই এবার ঠিক করে ওয়ার্কআউটও করতে পারবেন তাঁরা । সেই কারণেই এই পোস্টটি করেন করিনা ।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন নেটিজ়েনরা । করিনার ফিটনেসের প্রশংসাও করেছেন অনেকেই ।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে তইমুরের সঙ্গে সইফ আলি খানের তোলা একটি ছবি পোস্ট করেন করিনা । সেখানে বাবার পিঠের উপর উলটো হয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল তইমুরকে ।

শেষবার 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে অভিনয় করেন করিনা । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী । কয়েকদিন পরই ফের শুরু হবে ছবির শুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.