ETV Bharat / sitara

আলিয়াকে নিয়ে গর্বিত করণ

আলিয়া ভাটকে নিয়ে গর্বিত করণ জোহর । এতদিন আলিয়ার অভিনয় ও ফ্যাশন সেন্সের প্রশংসায় মুখর ছিলেন করণ । তবে এবার গর্বের কারণটা অন্য ।

ALia bhatt new clothing business
ALia bhatt new clothing business
author img

By

Published : Nov 28, 2020, 1:21 PM IST

মুম্বই : নিজের ক্লোদিং লাইন লঞ্চ করেছেন আলিয়া ভাট । 'এডা মাম্মা' নামে সেই ব্র্যান্ডের লক্ষ্য হল বাচ্চাদের জন্য একেবারে প্রাকৃতিক ও কেমিকাল বিহীন সুতো দিয়ে পোশাক তৈরি করা । আলিয়ার এই উদ্যোগ নিয়ে গর্বিত করণ জোহর ।

আমরা সবাই প্রকৃতির সন্তান । বিশেষ করে বাচ্চারা তো প্রকৃতিরই আর এক রূপ । প্রকৃতি মায়ের কোলে আমরা যে সুরক্ষা পাই, সেই একই সুরক্ষা দেবে 'এডা মাম্মা'-র পোশাক । আলিয়া জানিয়েছেন যে, এখনই সময় আমরা পোশাক তৈরির পদ্ধতি নিয়ে সচেতন হই ।

অভিনেত্রীর এই উদ্যোগ দেখে করণ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, "আমার ডার্লিং ডটার আলিয়া । তোমায় নিয়ে ভীষণ গর্বিত আমি । ন্যাচরাল ফেব্রিক দিয়ে পোশাক তৈরির যে উদ্যোগ নিয়েছ তুমি, সেটা সত্যিই অতুলনীয় । অনেকদিন আগেই আমাদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল ।"

সঙ্গে মজা করে করণ এটাও লিখেছেন যে, "তোমার নিজের সাইজ়ের পোশাক খুঁজতে অসুবিধা হবে না ।" ছোটোখাটো আলিয়া যেন কিড সেকশনেই পেয়ে যাবেন তাঁর উপযুক্ত পোশাক...লিখেছেন করণ ।

দেখে নিন তাঁর পোস্ট..

মুম্বই : নিজের ক্লোদিং লাইন লঞ্চ করেছেন আলিয়া ভাট । 'এডা মাম্মা' নামে সেই ব্র্যান্ডের লক্ষ্য হল বাচ্চাদের জন্য একেবারে প্রাকৃতিক ও কেমিকাল বিহীন সুতো দিয়ে পোশাক তৈরি করা । আলিয়ার এই উদ্যোগ নিয়ে গর্বিত করণ জোহর ।

আমরা সবাই প্রকৃতির সন্তান । বিশেষ করে বাচ্চারা তো প্রকৃতিরই আর এক রূপ । প্রকৃতি মায়ের কোলে আমরা যে সুরক্ষা পাই, সেই একই সুরক্ষা দেবে 'এডা মাম্মা'-র পোশাক । আলিয়া জানিয়েছেন যে, এখনই সময় আমরা পোশাক তৈরির পদ্ধতি নিয়ে সচেতন হই ।

অভিনেত্রীর এই উদ্যোগ দেখে করণ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, "আমার ডার্লিং ডটার আলিয়া । তোমায় নিয়ে ভীষণ গর্বিত আমি । ন্যাচরাল ফেব্রিক দিয়ে পোশাক তৈরির যে উদ্যোগ নিয়েছ তুমি, সেটা সত্যিই অতুলনীয় । অনেকদিন আগেই আমাদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল ।"

সঙ্গে মজা করে করণ এটাও লিখেছেন যে, "তোমার নিজের সাইজ়ের পোশাক খুঁজতে অসুবিধা হবে না ।" ছোটোখাটো আলিয়া যেন কিড সেকশনেই পেয়ে যাবেন তাঁর উপযুক্ত পোশাক...লিখেছেন করণ ।

দেখে নিন তাঁর পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.