ETV Bharat / sitara

"কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখের চরিত্রটি ছিল মেরুদণ্ডহীন"

author img

By

Published : Oct 28, 2019, 11:28 AM IST

'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর । বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি । কিন্তু, ছবির স্ক্রিপ্টে অনেক খামতি রয়ে গেছে বলে জানিয়েছেন করণ নিজেই । এমনকী, শাহরুখের চরিত্র নিয়েও একেবারেই খুশি নন তিনি ।

ছবি

মুম্বই : 'কুছ কুছ হোতা হ্যায়' কাল্ট ক্লাসিক সিনেমাটি মুক্তি পেয়েছিল 1998 সালে । অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি ও কাজল । বক্স অফিসে প্রচুর সাফল্য কুড়িয়েছিল ছবিটি । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ছবির সমালোচনা করলেন করণ জোহর । অবাক লাগলেও এটাই সত্যি । নিজে ছবিটি পরিচালনা করার পরও তার সমালোচনা করেন তিনি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা বলেছেন করণ ।

ছবিতে রাহুলের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান । এই চরিত্রটি আজও যথেষ্ট জনপ্রিয় । তবে চরিত্রটিকে ছবিতে যেভাবে তুলে ধরেছিলেন তা একেবারেই ভালো লাগেনি করণের । তাঁর মতে, "রাহুল এমন একটি চরিত্র যার মেরুদণ্ড নেই" । এমনকী, ছবির স্ক্রিপ্টেও অনেক খামতি রয়ে গেছে বলে মনে করেন তিনি ।

করণ বলেন, "রাহুল এমন একটা চরিত্র যে পুরো কনফিউজ়ড । তার সঙ্গে যা কিছুই হয় তা অন্য চরিত্রগুলির নেওয়া অ্যাকশনের ফলসরূপ হয়ে থাকে । কোনও সিদ্ধান্ত নিতে পারে না চরিত্রটি । কখনও টিনা তার মৃত স্ত্রী, কখনও মেয়ে আবার কখনও বেস্ট ফ্রেন্ড অঞ্জলিকে তাকে সাহায্য করতে হয় ।" তবে ছবি বা চরিত্রটি নিয়ে সমালোচনা করলেও শাহরুখের প্রশংসা করেছেন তিনি । বলেন, "শাহরুখের ব্যক্তিত্ব এই চরিত্রটিকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল । সেগুলি ছাড়া এই চরিত্রটি কিছুই নয় ।"

'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও ছবির গল্পে কোনও লজিক ছিল না বলে জানিয়েছেন করণ । বলেন, "টিনা যে আট বছর ধরে ওর মেয়েকে চিঠিগুলি লিখে গিয়েছিল তার পিছনে কোনও যুক্তি নেই । বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমি এই ছবিটি তৈরি করতাম তাহলে অনেক বেশি বাস্তবতা থাকত ছবিতে । তখন স্ক্রিপ্টের মধ্যে অনেক খামতি থেকে গেছে ।" স্ক্রিপ্টের মধ্যে খামতি থাকলেও দর্শকদের অনেকদিনই হলমুখী করে রেখেছিল ছবিটি ।

করণ জোহরের ছবি 'কলঙ্ক' বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি । তবে এখন 'দোস্তানা ২' ও 'তখত' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । 2020 সালে মুক্তি পাবে 'তখত' ।

মুম্বই : 'কুছ কুছ হোতা হ্যায়' কাল্ট ক্লাসিক সিনেমাটি মুক্তি পেয়েছিল 1998 সালে । অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি ও কাজল । বক্স অফিসে প্রচুর সাফল্য কুড়িয়েছিল ছবিটি । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ছবির সমালোচনা করলেন করণ জোহর । অবাক লাগলেও এটাই সত্যি । নিজে ছবিটি পরিচালনা করার পরও তার সমালোচনা করেন তিনি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা বলেছেন করণ ।

ছবিতে রাহুলের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান । এই চরিত্রটি আজও যথেষ্ট জনপ্রিয় । তবে চরিত্রটিকে ছবিতে যেভাবে তুলে ধরেছিলেন তা একেবারেই ভালো লাগেনি করণের । তাঁর মতে, "রাহুল এমন একটি চরিত্র যার মেরুদণ্ড নেই" । এমনকী, ছবির স্ক্রিপ্টেও অনেক খামতি রয়ে গেছে বলে মনে করেন তিনি ।

করণ বলেন, "রাহুল এমন একটা চরিত্র যে পুরো কনফিউজ়ড । তার সঙ্গে যা কিছুই হয় তা অন্য চরিত্রগুলির নেওয়া অ্যাকশনের ফলসরূপ হয়ে থাকে । কোনও সিদ্ধান্ত নিতে পারে না চরিত্রটি । কখনও টিনা তার মৃত স্ত্রী, কখনও মেয়ে আবার কখনও বেস্ট ফ্রেন্ড অঞ্জলিকে তাকে সাহায্য করতে হয় ।" তবে ছবি বা চরিত্রটি নিয়ে সমালোচনা করলেও শাহরুখের প্রশংসা করেছেন তিনি । বলেন, "শাহরুখের ব্যক্তিত্ব এই চরিত্রটিকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল । সেগুলি ছাড়া এই চরিত্রটি কিছুই নয় ।"

'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও ছবির গল্পে কোনও লজিক ছিল না বলে জানিয়েছেন করণ । বলেন, "টিনা যে আট বছর ধরে ওর মেয়েকে চিঠিগুলি লিখে গিয়েছিল তার পিছনে কোনও যুক্তি নেই । বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমি এই ছবিটি তৈরি করতাম তাহলে অনেক বেশি বাস্তবতা থাকত ছবিতে । তখন স্ক্রিপ্টের মধ্যে অনেক খামতি থেকে গেছে ।" স্ক্রিপ্টের মধ্যে খামতি থাকলেও দর্শকদের অনেকদিনই হলমুখী করে রেখেছিল ছবিটি ।

করণ জোহরের ছবি 'কলঙ্ক' বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি । তবে এখন 'দোস্তানা ২' ও 'তখত' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । 2020 সালে মুক্তি পাবে 'তখত' ।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.