ETV Bharat / sitara

'পাঙ্গা' নিতে তৈরি কঙ্গনা ! - Kangana

প্রকাশ্যে এল 'পাঙ্গা' ছবিতে কঙ্গনার ফার্স্টলুক । পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি । 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

dfg
df
author img

By

Published : Dec 19, 2019, 10:38 PM IST

মুম্বই : পরনে পিঙ্ক কালারের সালোয়ার । মুখে হাসি । এক হাত রেলিংয়ের উপর রেখে দাঁড়িয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । আর এই ছবির মাধ্যমেই প্রকাশ্যে এল 'পাঙ্গা' ছবিতে কঙ্গনার ফার্স্টলুক ।

এটি একটি স্পোর্টস ড্রামা । একজন কবাডি খেলোয়াড় জয়া নিগমের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা । খেলোয়াড় হওয়ার পাশাপাশি গল্পে তিনি একজন মা । আজই মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক পোস্টার । কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল টুইটারে শেয়ার করেন ওই ছবি ।

টুইট করে রঙ্গোলি লেখেন, "মায়ের চরিত্রে অভিনয় করতে বলে কঙ্গনাকে অপমান করা হয়েছে । 'মনিকর্ণিকা' ছবিতেও সাফল্যের সঙ্গে মায়ের চরিত্রে অভিনয় করেছিল । ফের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে । মেনস্ট্রিমের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী নিজের উজ্জ্বল ক্যারিয়ারে মায়ের চরিত্রে অভিনয় করে গর্বিত ।"

  • Kangana says when she was new biggest insult to an actress was to be approached for Maa ka role, it deeply disturbed her, after playing a mother in successful Manikarnika she is all set to be a mother again....(contd) pic.twitter.com/Q967Fijdp0

    — Rangoli Chandel (@Rangoli_A) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘণ্টা তিনেক পর ইনস্টাগ্রামে মুক্তি পায় ছবির আরও একটি পোস্টার । সেখানে সহ অভিনেতা জেসি গিলের সঙ্গে দেখা গেছে কঙ্গনাকে । এছাড়াও রয়েছে একজন শিশু অভিনেতা । কঙ্গনার সন্তানের চরিত্রে অভিনয় করবে সে ।

পরিবারের হাসি-ঠাট্টাকে কেন্দ্র করে তৈরি 'পাঙ্গা'। আসলে পরিবার যদি সব সময় পাশে থাকে তাহলে যে কোনও পরিস্থিতির সঙ্গেই লড়াই করা যায় । এই বার্তাই দিতে চেয়েছে ছবিটি । পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি । 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

'পাঙ্গা' ছাড়াও বেশ কয়েকটি ছবি রয়েছে কঙ্গনার ঝুলিতে । জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে অভিনয় করছেন তিনি । মুক্তি পেয়েছে ওই ছবিতে তাঁর ফার্স্টলুক । কিন্তু, তা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের । এর জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেত্রী । তবে কোনও দিকে কান না দিয়ে নিজের ইচ্ছে মতো এগিয়ে চলাতেই বিশ্বাসী কঙ্গনা । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে 'থালাইভি' ।

মুম্বই : পরনে পিঙ্ক কালারের সালোয়ার । মুখে হাসি । এক হাত রেলিংয়ের উপর রেখে দাঁড়িয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । আর এই ছবির মাধ্যমেই প্রকাশ্যে এল 'পাঙ্গা' ছবিতে কঙ্গনার ফার্স্টলুক ।

এটি একটি স্পোর্টস ড্রামা । একজন কবাডি খেলোয়াড় জয়া নিগমের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা । খেলোয়াড় হওয়ার পাশাপাশি গল্পে তিনি একজন মা । আজই মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক পোস্টার । কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল টুইটারে শেয়ার করেন ওই ছবি ।

টুইট করে রঙ্গোলি লেখেন, "মায়ের চরিত্রে অভিনয় করতে বলে কঙ্গনাকে অপমান করা হয়েছে । 'মনিকর্ণিকা' ছবিতেও সাফল্যের সঙ্গে মায়ের চরিত্রে অভিনয় করেছিল । ফের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে । মেনস্ট্রিমের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী নিজের উজ্জ্বল ক্যারিয়ারে মায়ের চরিত্রে অভিনয় করে গর্বিত ।"

  • Kangana says when she was new biggest insult to an actress was to be approached for Maa ka role, it deeply disturbed her, after playing a mother in successful Manikarnika she is all set to be a mother again....(contd) pic.twitter.com/Q967Fijdp0

    — Rangoli Chandel (@Rangoli_A) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘণ্টা তিনেক পর ইনস্টাগ্রামে মুক্তি পায় ছবির আরও একটি পোস্টার । সেখানে সহ অভিনেতা জেসি গিলের সঙ্গে দেখা গেছে কঙ্গনাকে । এছাড়াও রয়েছে একজন শিশু অভিনেতা । কঙ্গনার সন্তানের চরিত্রে অভিনয় করবে সে ।

পরিবারের হাসি-ঠাট্টাকে কেন্দ্র করে তৈরি 'পাঙ্গা'। আসলে পরিবার যদি সব সময় পাশে থাকে তাহলে যে কোনও পরিস্থিতির সঙ্গেই লড়াই করা যায় । এই বার্তাই দিতে চেয়েছে ছবিটি । পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি । 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

'পাঙ্গা' ছাড়াও বেশ কয়েকটি ছবি রয়েছে কঙ্গনার ঝুলিতে । জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে অভিনয় করছেন তিনি । মুক্তি পেয়েছে ওই ছবিতে তাঁর ফার্স্টলুক । কিন্তু, তা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের । এর জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেত্রী । তবে কোনও দিকে কান না দিয়ে নিজের ইচ্ছে মতো এগিয়ে চলাতেই বিশ্বাসী কঙ্গনা । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে 'থালাইভি' ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.