ETV Bharat / sitara

দিলজিৎকে করণ জোহরের 'পোষ্য' বলে পালটা কঙ্গনার - kangana on farmer protest

কঙ্গনাকে 'অন্ধ' বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ । আর এবার পালটা দিলজিৎকে 'করণ জোহরের পোষ্য' বলে কটাক্ষ করলেন কঙ্গনা ।

asd
asd
author img

By

Published : Dec 3, 2020, 7:43 PM IST

Updated : Dec 3, 2020, 9:10 PM IST

মুম্বই : কয়েকদিন আগে এক বৃদ্ধার কৃষক আন্দোলনে যোগ দেওয়া নিয়ে একটি টুইট করেছিলেন কঙ্গনা রানাওয়াত । আসলে সেই বৃদ্ধার সঙ্গে 'শাহিনবাগের দাদি' বিলকিস বানোকে গুলিয়ে ফেলেছিলেন । এনিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । আর না দেখে ওই ধরনের টুইট করার জন্য তাঁকে 'অন্ধ' বলে কটাক্ষ করেন দিলজিৎ দোসাঞ্জ । এরপর পালটা দিলজিৎকে 'করণ জোহরের পোষ্য' বলে কটাক্ষ করেন কঙ্গনা ।

টুইটারে কঙ্গনা লেখেন, "ও করণ জোহরের পোষ্য, CAA-র বিরুদ্ধে শাহিনবাগে বিলকিস বানো নামে যে বৃদ্ধাকে আন্দোলন করতে দেখা গিয়েছিল সেই বৃদ্ধাকে কৃষকদের আন্দোলনেও যোগ দিতে দেখা গিয়েছে । মহিন্দর কউরজিকে আমি চিনি না । কী নাটক করছ তোমরা ? এগুলো বন্ধ করো ।"

sdf
কঙ্গনার টুইট

আরও একটি টুইটে তিনি লেখেন, "ওরে অপদার্থ যখন কারও নাগরিকত্ব যায়নি তখন কার কথায় শাহিনবাগে ওই বৃদ্ধা আন্দোলন করতে গিয়েছিলেন ? আর যখন এখনও পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য প্রত্যাহার করাই হয়নি তখন ওই বৃদ্ধা কার কথায় গিয়ে কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন ?"

sdf
কঙ্গনার টুইট

এই আন্দোলনকে কেন্দ্র করে দেশে খুব খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে হুঁশিয়ারি দেন কঙ্গনা । লেখেন, "আমার তোমার ঠিক হওয়ার দরকার নেই, দেশের ঠিক হওয়ার দরকার আছে । তোমরা কৃষকদের উসকানি দিচ্ছ । এই ধরনের আন্দোলন আর আগামীদিনে হতে চলা দাঙ্গা নিয়ে আমি চিন্তিত । এই সব কিছুর জন্য তোমরা দায়ি...এটা মনে রেখো..."।

sdf
কঙ্গনার টুইট

তবে থেমে যাননি দিলজিৎ । কড়া ভাষায় কঙ্গনাকে জবাব দেন তিনি । 'পোষ্য'-র প্রসঙ্গ তুলে টুইটারে তিনি লেখেন, "তুমি যতজনের সঙ্গে কাজ করেছ তাহলে সবার পোষ্য তুমি ? তোমার মালিকদের লিস্ট তো খুব বড় হয়ে যাবে ? মিথ্যে বলে মানুষকে উসকানো ও আবেগের সঙ্গে খেলা করা তো আপনি খুব ভালো করেই জানেন ।"

sdf
দিলজিতের টুইট

এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি । সেখানেও চলছে একে অপরকে আক্রমণ ও পালটা আক্রমণের পালা । এই আন্দোলন প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "টুকরে টুকরে গ্যাং কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে ।"

sdfsdf
কঙ্গনার টুইট

আর সেই টুকরে গ্যাং-এর প্রসঙ্গ টেনে এনে কঙ্গনা লেখেন, "করণ জোহরের চাটুকার ও বাকি সন্ত্রাসবাদীরা এভাবে দেশকে টুকরো করতে চাইছে । নিজেদের লক্ষ্য পূরণের জন্য ওই বৃদ্ধাকে বৃথা এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে...টুকরে গ্যাং এটা লজ্জার বিষয়..."।

মুম্বই : কয়েকদিন আগে এক বৃদ্ধার কৃষক আন্দোলনে যোগ দেওয়া নিয়ে একটি টুইট করেছিলেন কঙ্গনা রানাওয়াত । আসলে সেই বৃদ্ধার সঙ্গে 'শাহিনবাগের দাদি' বিলকিস বানোকে গুলিয়ে ফেলেছিলেন । এনিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । আর না দেখে ওই ধরনের টুইট করার জন্য তাঁকে 'অন্ধ' বলে কটাক্ষ করেন দিলজিৎ দোসাঞ্জ । এরপর পালটা দিলজিৎকে 'করণ জোহরের পোষ্য' বলে কটাক্ষ করেন কঙ্গনা ।

টুইটারে কঙ্গনা লেখেন, "ও করণ জোহরের পোষ্য, CAA-র বিরুদ্ধে শাহিনবাগে বিলকিস বানো নামে যে বৃদ্ধাকে আন্দোলন করতে দেখা গিয়েছিল সেই বৃদ্ধাকে কৃষকদের আন্দোলনেও যোগ দিতে দেখা গিয়েছে । মহিন্দর কউরজিকে আমি চিনি না । কী নাটক করছ তোমরা ? এগুলো বন্ধ করো ।"

sdf
কঙ্গনার টুইট

আরও একটি টুইটে তিনি লেখেন, "ওরে অপদার্থ যখন কারও নাগরিকত্ব যায়নি তখন কার কথায় শাহিনবাগে ওই বৃদ্ধা আন্দোলন করতে গিয়েছিলেন ? আর যখন এখনও পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য প্রত্যাহার করাই হয়নি তখন ওই বৃদ্ধা কার কথায় গিয়ে কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন ?"

sdf
কঙ্গনার টুইট

এই আন্দোলনকে কেন্দ্র করে দেশে খুব খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে হুঁশিয়ারি দেন কঙ্গনা । লেখেন, "আমার তোমার ঠিক হওয়ার দরকার নেই, দেশের ঠিক হওয়ার দরকার আছে । তোমরা কৃষকদের উসকানি দিচ্ছ । এই ধরনের আন্দোলন আর আগামীদিনে হতে চলা দাঙ্গা নিয়ে আমি চিন্তিত । এই সব কিছুর জন্য তোমরা দায়ি...এটা মনে রেখো..."।

sdf
কঙ্গনার টুইট

তবে থেমে যাননি দিলজিৎ । কড়া ভাষায় কঙ্গনাকে জবাব দেন তিনি । 'পোষ্য'-র প্রসঙ্গ তুলে টুইটারে তিনি লেখেন, "তুমি যতজনের সঙ্গে কাজ করেছ তাহলে সবার পোষ্য তুমি ? তোমার মালিকদের লিস্ট তো খুব বড় হয়ে যাবে ? মিথ্যে বলে মানুষকে উসকানো ও আবেগের সঙ্গে খেলা করা তো আপনি খুব ভালো করেই জানেন ।"

sdf
দিলজিতের টুইট

এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি । সেখানেও চলছে একে অপরকে আক্রমণ ও পালটা আক্রমণের পালা । এই আন্দোলন প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "টুকরে টুকরে গ্যাং কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে ।"

sdfsdf
কঙ্গনার টুইট

আর সেই টুকরে গ্যাং-এর প্রসঙ্গ টেনে এনে কঙ্গনা লেখেন, "করণ জোহরের চাটুকার ও বাকি সন্ত্রাসবাদীরা এভাবে দেশকে টুকরো করতে চাইছে । নিজেদের লক্ষ্য পূরণের জন্য ওই বৃদ্ধাকে বৃথা এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে...টুকরে গ্যাং এটা লজ্জার বিষয়..."।

Last Updated : Dec 3, 2020, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.