ETV Bharat / sitara

"আমি ছোটো থেকেই এমন", ভারাক্রান্ত সুরে বললেন কঙ্গনা

author img

By

Published : Dec 7, 2020, 4:00 PM IST

ছোটো থেকেই ভাবুক, পরিণত কঙ্গনা রানাওয়াত । তাই যে বয়সে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করা স্বাভাবিক, সেই বয়সে তিনি পুতুলের জন্য জামা বানাতেন, ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন ।

kangana ranaut childhood
kangana ranaut childhood

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রত্যেকদিন নতুন নতুন বিতর্ক তৈরি করে কঙ্গনা রানাওয়াত । দুনিয়ার সমস্ত বিষয়ে নিজের মত অন্য লোকের উপর চাপিয়ে দেওয়াই তাঁর কাজ যেন । তবে আজকে একটু অন্য পথে হাঁটলেন তিনি । শেয়ার করলেন ছোটোবেলার ছবি ।

ক্যামেরার দিকে নিবিষ্ট মনে তাকিয়ে রয়েছেন কঙ্গনা । মাথায় মোতি লাগানো হেয়ারব্যান্ড, কপালে ছোটো টিপ ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "যখন ছোটো ছিলাম, আমার মনে পড়ে না কোনও সমবয়সী বাচ্চার সঙ্গে খেলেছি বলে । বরং আমি পুতুলদের জন্য ফ্যান্সি গাউন বানাতাম, জামা বানাতাম । ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতাম । তাই তখন থেকেই গভীর ভাবুক আর পরিণত চোখ আমার ।"

"দুর্ভাগ্যবশত আমাদের মতো কিছু মানুষ পরিণত হয়েই জন্মায় । আমি তাদের মধ্যে একজন"...যোগ করেছেন কঙ্গনা । তাঁর নিজেকে এই কারণেই বিশেষ মনে হয় ।

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • As a child I don’t remember playing with children, even then my favourite thing to do was to make fancy gowns, and clothes for my dolls and I loved to contemplate for hours on end, hence the deep thoughtful mature eyes, unfortunately some of us are born old and I am one of those. pic.twitter.com/JyRJHFae12

    — Kangana Ranaut (@KanganaTeam) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রত্যেকদিন নতুন নতুন বিতর্ক তৈরি করে কঙ্গনা রানাওয়াত । দুনিয়ার সমস্ত বিষয়ে নিজের মত অন্য লোকের উপর চাপিয়ে দেওয়াই তাঁর কাজ যেন । তবে আজকে একটু অন্য পথে হাঁটলেন তিনি । শেয়ার করলেন ছোটোবেলার ছবি ।

ক্যামেরার দিকে নিবিষ্ট মনে তাকিয়ে রয়েছেন কঙ্গনা । মাথায় মোতি লাগানো হেয়ারব্যান্ড, কপালে ছোটো টিপ ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "যখন ছোটো ছিলাম, আমার মনে পড়ে না কোনও সমবয়সী বাচ্চার সঙ্গে খেলেছি বলে । বরং আমি পুতুলদের জন্য ফ্যান্সি গাউন বানাতাম, জামা বানাতাম । ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতাম । তাই তখন থেকেই গভীর ভাবুক আর পরিণত চোখ আমার ।"

"দুর্ভাগ্যবশত আমাদের মতো কিছু মানুষ পরিণত হয়েই জন্মায় । আমি তাদের মধ্যে একজন"...যোগ করেছেন কঙ্গনা । তাঁর নিজেকে এই কারণেই বিশেষ মনে হয় ।

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • As a child I don’t remember playing with children, even then my favourite thing to do was to make fancy gowns, and clothes for my dolls and I loved to contemplate for hours on end, hence the deep thoughtful mature eyes, unfortunately some of us are born old and I am one of those. pic.twitter.com/JyRJHFae12

    — Kangana Ranaut (@KanganaTeam) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.