ETV Bharat / sitara

মুম্বইতে থাকার কোনও নৈতিক অধিকার নেই কঙ্গনার : অনিল দেশমুখ

author img

By

Published : Sep 4, 2020, 3:21 PM IST

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এমনই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ । এদিকে কঙ্গনা 9 সেপ্টেম্বর মুম্বই ফেরার কথা জানিয়ে দিয়েছেন ।

Anil deshmukh on kangana ranaut
Anil deshmukh on kangana ranaut

মুম্বই : মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' বলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ মুম্বইয়ের রাজনীতিবিদ থেকে শুরু করে পুলিশ কর্তারা । একাধিক বলিউড সেলেবও কঙ্গনাকে নিয়ে বিরক্ত । অভিনেত্রীর বিরুদ্ধে গলা তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখও ।

অনিল বলেন, "উনি মুম্বই পুলিশের সঙ্গে যে তুলনা টেনেছেন, তারপর আর মুম্বইতে থাকার অধিকার নেই ওঁর ।" দেখে নিন ভিডিয়ো...

শুনে নিন অনিল দেশমুখের বক্তব্য...

9 সেপ্টেম্বর মুম্বইতে পা দেবেন কঙ্গনা । তিনিও শাসিয়ে রেখেছেন, "কারও ক্ষমতা থাকলে আমায় আটকে দেখাও ।" সুশান্ত সিং রাজপুতকে জাস্টিস পাওয়ানোর লড়াইয়ে কঙ্গনা যে কী করার চেষ্টা করছেন, বুঝতে পারছেন না কেউই ।

মুম্বই : মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' বলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ মুম্বইয়ের রাজনীতিবিদ থেকে শুরু করে পুলিশ কর্তারা । একাধিক বলিউড সেলেবও কঙ্গনাকে নিয়ে বিরক্ত । অভিনেত্রীর বিরুদ্ধে গলা তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখও ।

অনিল বলেন, "উনি মুম্বই পুলিশের সঙ্গে যে তুলনা টেনেছেন, তারপর আর মুম্বইতে থাকার অধিকার নেই ওঁর ।" দেখে নিন ভিডিয়ো...

শুনে নিন অনিল দেশমুখের বক্তব্য...

9 সেপ্টেম্বর মুম্বইতে পা দেবেন কঙ্গনা । তিনিও শাসিয়ে রেখেছেন, "কারও ক্ষমতা থাকলে আমায় আটকে দেখাও ।" সুশান্ত সিং রাজপুতকে জাস্টিস পাওয়ানোর লড়াইয়ে কঙ্গনা যে কী করার চেষ্টা করছেন, বুঝতে পারছেন না কেউই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.