ETV Bharat / sitara

থালাইভির প্রমোশনে মরিয়া কঙ্গনা - কঙ্গনা রানাউত

কঙ্গনা 7 এপ্রিল একটি টুইটে জানিয়েছেন, বলিউড তারকা অক্ষয় কুমার তাঁকে সিক্রেট কল করে 'থালাইভির' জন্য প্রশংসা করেছেন ৷ কিন্তু মুভি মাফিয়াদের ভয়ে কঙ্গনাকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাতে পারেননি অক্ষয় ৷

কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত
author img

By

Published : Apr 9, 2021, 10:35 AM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল : ফের একবার মুভি মাফিয়ার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ৷ 23 এপ্রিল মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত 'থালাইভি'৷ বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় এই ছবির প্রমোশন করছেন তিনি ৷ এবার প্রমোশনের হাতিয়ার হিসাবে তিনি বেছে নিয়েছেন মুভি মাফিয়া প্রসঙ্গ ৷

বরাবরই কঙ্গনা বলিউডে মুভি মাফিয়া এবং নেপোটিজম নিয়ে সোচ্চার ৷ বিভিন্ন টেলিভিশন শোয়ে তাঁকে এই বিষয়ে কথা বলতেও দেখা গিয়েছে ৷ কিছুদিন আগে সোশাল মিডিয়ায় 'থালাইভির' ট্রেলার পোস্ট করে কঙ্গনা লেখেন এই ট্রেলার প্রশংসা পেলেও, আলিয়া ভাট বা দীপিকা পাডুকোন অভিনীত ছবিগুলির মতো প্রশংসা তিনি পাননি ৷ তাঁর কথায়, মুভি মাফিয়াদের আতঙ্কে তাঁর প্রাপ্য প্রশংসা থেকে তিনি বঞ্চিত ৷

  • If you love your nation then you are a nationalist if you are obsessed with your nation, and every single action of yours is directed at its well being every penny that you spend you want your nation and it’s people to benefit then you are a an ultranationalist #VocalForLocal pic.twitter.com/7HBL9lB8aE

    — Kangana Ranaut (@KanganaTeam) April 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি 7 এপ্রিল আরও একটি টুইট করেন ৷ যাতে তিনি লিখেছেন, বলিউড এতটাই ভয়ঙ্কর যে কেউ আমার প্রশংসা করলে সেও বিপদে পড়তে পারে ৷ তিনি আরও বলেন, বলিউড তারকা অক্ষয় কুমার তাঁকে গোপনে ফোন করে 'থালাইভির' ট্রেলারের প্রশংসা করেছেন ৷ কিন্তু দীপিকা বা আলিয়া অভিনীত ছবির মতো প্রকাশ্যে প্রশংসা করতে পারেননি ৷ আর তার জন্য দায়ী মুভি মাফিয়ারা ৷

  • Bollywood is so hostile that even to praise me can get people in trouble,I have got many secret calls and messages even from big stars like @akshaykumar they praised @Thalaivithefilm trailer to sky but unlike Alia and Deepika films they can’t openly praise it. Movie mafia terror. https://t.co/MT91TvnbmR

    — Kangana Ranaut (@KanganaTeam) April 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গুডবাই'তে জুটি বাঁধছেন অমিতাভ-নীনা

হায়দরাবাদ, 9 এপ্রিল : ফের একবার মুভি মাফিয়ার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ৷ 23 এপ্রিল মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত 'থালাইভি'৷ বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় এই ছবির প্রমোশন করছেন তিনি ৷ এবার প্রমোশনের হাতিয়ার হিসাবে তিনি বেছে নিয়েছেন মুভি মাফিয়া প্রসঙ্গ ৷

বরাবরই কঙ্গনা বলিউডে মুভি মাফিয়া এবং নেপোটিজম নিয়ে সোচ্চার ৷ বিভিন্ন টেলিভিশন শোয়ে তাঁকে এই বিষয়ে কথা বলতেও দেখা গিয়েছে ৷ কিছুদিন আগে সোশাল মিডিয়ায় 'থালাইভির' ট্রেলার পোস্ট করে কঙ্গনা লেখেন এই ট্রেলার প্রশংসা পেলেও, আলিয়া ভাট বা দীপিকা পাডুকোন অভিনীত ছবিগুলির মতো প্রশংসা তিনি পাননি ৷ তাঁর কথায়, মুভি মাফিয়াদের আতঙ্কে তাঁর প্রাপ্য প্রশংসা থেকে তিনি বঞ্চিত ৷

  • If you love your nation then you are a nationalist if you are obsessed with your nation, and every single action of yours is directed at its well being every penny that you spend you want your nation and it’s people to benefit then you are a an ultranationalist #VocalForLocal pic.twitter.com/7HBL9lB8aE

    — Kangana Ranaut (@KanganaTeam) April 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি 7 এপ্রিল আরও একটি টুইট করেন ৷ যাতে তিনি লিখেছেন, বলিউড এতটাই ভয়ঙ্কর যে কেউ আমার প্রশংসা করলে সেও বিপদে পড়তে পারে ৷ তিনি আরও বলেন, বলিউড তারকা অক্ষয় কুমার তাঁকে গোপনে ফোন করে 'থালাইভির' ট্রেলারের প্রশংসা করেছেন ৷ কিন্তু দীপিকা বা আলিয়া অভিনীত ছবির মতো প্রকাশ্যে প্রশংসা করতে পারেননি ৷ আর তার জন্য দায়ী মুভি মাফিয়ারা ৷

  • Bollywood is so hostile that even to praise me can get people in trouble,I have got many secret calls and messages even from big stars like @akshaykumar they praised @Thalaivithefilm trailer to sky but unlike Alia and Deepika films they can’t openly praise it. Movie mafia terror. https://t.co/MT91TvnbmR

    — Kangana Ranaut (@KanganaTeam) April 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গুডবাই'তে জুটি বাঁধছেন অমিতাভ-নীনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.