ETV Bharat / sitara

'পাঙ্গা'-র শুটিংয়ে প্রিন্সেপ ঘাটে কঙ্গনা - manikarnika

শহরের আনাচেকানাচে চলবে শুটিং। যার মধ্যে ময়দানে ইতিমধ্য়েই শুটিং চলছে। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।

'পাঙ্গা'-র শুটিংয়ে কঙ্গনা
author img

By

Published : Apr 13, 2019, 1:04 PM IST

কলকাতা : প্রিন্সেপ ঘাট, ময়দান চত্বরে চলছে অশ্বনি আইয়ার তিওয়ারি পরিচালিত 'পঙ্গা'-র শুটিং। আর সেই সুবাদেই কলকাতায় এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

মনিকর্নিকা দা কুইন অফ ঝাঁসির কাজ শেষ করেই অশ্বনির ছবিতে কাজ শুরু করেছেন কঙ্গনা। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন জাস্সি গিল, রিচা চাড্ডা, নীনা গুপ্তা ও পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি দিল্লির শুটিং শিডিউল শেষ করে এবার কলকাতায় এসেছে পঙ্গার টিম।

গতকাল কঙ্গনা শুটিং করেন প্রিন্সেপ ঘাটে। সামনে এসেছে এমনই একটি ছবি। প্রিন্সেপ ঘাট স্টেশনে কঙ্গনার সেই ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয় জানা গেছে যে প্রিন্সেপ ঘাটে কঙ্গনার জগিংয়ের শুটিং চলছিল কাল।

এছাড়াও শহরের আনাচেকানাচে চলবে শুটিং। যার মধ্যে ময়দানে ইতিমধ্য়েই শুটিং চলছে। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।

ছবির গল্প একজন জাতীয়স্তরের কাবাডি খেলোয়ারকে নিয়ে। এর আগে স্পোর্টস নিয়ে ছবি হয়েছে বায়োপিকও হয়েছে। তবে এই প্রথম কঙ্গনাকে কোনও এই ধরনের চরিত্রে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জানুয়ারি ২০২০ সালে।

কলকাতা : প্রিন্সেপ ঘাট, ময়দান চত্বরে চলছে অশ্বনি আইয়ার তিওয়ারি পরিচালিত 'পঙ্গা'-র শুটিং। আর সেই সুবাদেই কলকাতায় এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

মনিকর্নিকা দা কুইন অফ ঝাঁসির কাজ শেষ করেই অশ্বনির ছবিতে কাজ শুরু করেছেন কঙ্গনা। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন জাস্সি গিল, রিচা চাড্ডা, নীনা গুপ্তা ও পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি দিল্লির শুটিং শিডিউল শেষ করে এবার কলকাতায় এসেছে পঙ্গার টিম।

গতকাল কঙ্গনা শুটিং করেন প্রিন্সেপ ঘাটে। সামনে এসেছে এমনই একটি ছবি। প্রিন্সেপ ঘাট স্টেশনে কঙ্গনার সেই ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয় জানা গেছে যে প্রিন্সেপ ঘাটে কঙ্গনার জগিংয়ের শুটিং চলছিল কাল।

এছাড়াও শহরের আনাচেকানাচে চলবে শুটিং। যার মধ্যে ময়দানে ইতিমধ্য়েই শুটিং চলছে। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।

ছবির গল্প একজন জাতীয়স্তরের কাবাডি খেলোয়ারকে নিয়ে। এর আগে স্পোর্টস নিয়ে ছবি হয়েছে বায়োপিকও হয়েছে। তবে এই প্রথম কঙ্গনাকে কোনও এই ধরনের চরিত্রে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জানুয়ারি ২০২০ সালে।

Intro:পাঙ্গা ছবির শুটিংয়ে কলকাতায় কঙ্গনা

অমিত চক্রবর্তী, কলকাতা: বলিউডে খেলা কে কেন্দ্র করে ছবি প্রথম তৈরি হয় 1992 সালে জো জিতা ওহি সিকান্দার। যেখানে গল্পের প্রেক্ষাপট ছিল সাইকেল চ্যাম্পিয়নশিপ কে কেন্দ্র করে। তারপর বহুদিন খেলা ভিত্তিক ছবি আর সেভাবে পাওয়া যায়নি। তবে 2001 এ আশুতোষ গোয়ারিকর পরিচালনা করেন লাগান।যার গল্প ছিল 11 জন আনকোরা ভারতবাসী সঙ্গে ইংরেজদের ক্রিকেটের লড়াই কে কেন্দ্র করে। তার পরে এক এক করে পরিচালকরা খেলা ভিত্তিক ছবি বানাতে শুরু করেন যার মধ্যে রয়েছে চাক দে ইন্ডিয়া, দাঙ্গাল, পান সিং তোমার, ভাগ মিলখা ভাগ, ইকবাল, এম এস ধোনি আনটোল্ড স্টোরি, মেরি কম, গোল্ড, আজহার ও আরো অনেক।সেই খেলা কেন্দ্রিক গল্প কে মাথায় রেখে আরেকটি স্পোর্টস ড্রামা আসতে চলেছে বলিউডে যার পরিচালক আশ্বিনি আইয়ারি টিওয়ারি। ছবির নাম পাঙ্গা।ছবির গল্প এক কাবাডি প্লেয়ার এর জীবন কে কেন্দ্র করে। ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াত, জাসসি গিল, রিচা চাড্ডা ও নীনা গুপ্ত কে। আর এই ছবির শুটিং এর জন্যই গতকাল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এলেন কলকাতায়। মূলত কলকাতার ময়দান চত্বর ও গঙ্গার কাছে প্রিন্সেপ ঘাট অঞ্চলে ছবির শুটিং হল কড়া নিরাপত্তায়।এদিন অভিনেত্রীকে দেখা গেল এক জগিংয়ের দৃশ্যে অভিনয় করতে।তিনি আগামী দশ দিন কলকাতায় থাকবেন। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি বলিউডে যথেষ্ট পরিচিত একটি নাম। কারণ তিনি এর আগে নীল বটে সান্নাটা, আম্মা কান্নাকু ও বারেলি কি বারফি মতন ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। তার নতুন এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 24 শে জানুয়ারি।




শুরুটা বেশ কিছুদিন আগে হয়েছিল যখন খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্পোর্টস জামা


Body:Photo in desk mail id


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.