ETV Bharat / sitara

গ্রেপ্তার হওয়ার কোনও ভয় নেই আমার : কমল হাসান - bollywood

স্পষ্টবক্তা হিসেবে সুনাম রয়েছে কমল হাসানের। আর তাঁর এই স্বভাবের জন্য একটুও বিচলিত নন তিনি।

কমল হাসান
author img

By

Published : May 17, 2019, 5:59 PM IST

মুম্বই: সম্প্রতি একটি মন্তব্য করে খবরের শীর্ষে এসেছিলেন কমল হাসান। তাঁর মন্তব্য গিয়ে পৌঁছেছে দিল্লি হাইকোর্ট অবধি। তবে তিনি একটুও ভীত নন এই পুরো ব্যাপরটা নিয়ে। এমনকি গ্রেপ্তার হওয়ার ভয়ও তিনি পান না। প্রেসের সামনে এমনটাই বললেন এই দক্ষিণী সুপারস্টার।

"স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু", গান্ধিজির হত্য়াকারী নাথুরাম গডসের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন কমল হাসান। আর তারপরই দেশজুড়ে সমালোচনার বন্য়া বইতে শুরু করে। কিন্তু, সম্প্রতি কিছু সাংবাদিকের সামনে কমল বলেন যে, "গ্রেপ্তার হওয়ার ভয় আমার নেই। তবে এটাও ঠিক যে আমি যদি গ্রেপ্তার হই, তাহলে একটা টেনশন তৈরি হবে পুরো ব্যাপারটাকে নিয়ে। তাই আমার গ্রেপ্তার না হওয়াটাই বাঞ্ছনীয়।"

কমল হাসান
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

হাসান মনে করেন যে, অনেক অভিনেতাই নির্বাচনের প্রচারে গিয়ে এই ধরনের মন্তব্য করে থাকেন। শুধু এই ক্ষেত্রেই ব্যাপারটাকে নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে। এতটাই হাইলাইটেড হয়েছে ব্য়াপারটা যে, দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে ধর্মের অপব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এই দাবিতেই মামলাটি করা হয়েছে।

কাজের ক্ষেত্রে শংকরের ম্যাগনামওপাস 'ইন্ডিয়ান ২'-তে দেখা যাবে কমল হাসানকে।

মুম্বই: সম্প্রতি একটি মন্তব্য করে খবরের শীর্ষে এসেছিলেন কমল হাসান। তাঁর মন্তব্য গিয়ে পৌঁছেছে দিল্লি হাইকোর্ট অবধি। তবে তিনি একটুও ভীত নন এই পুরো ব্যাপরটা নিয়ে। এমনকি গ্রেপ্তার হওয়ার ভয়ও তিনি পান না। প্রেসের সামনে এমনটাই বললেন এই দক্ষিণী সুপারস্টার।

"স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু", গান্ধিজির হত্য়াকারী নাথুরাম গডসের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন কমল হাসান। আর তারপরই দেশজুড়ে সমালোচনার বন্য়া বইতে শুরু করে। কিন্তু, সম্প্রতি কিছু সাংবাদিকের সামনে কমল বলেন যে, "গ্রেপ্তার হওয়ার ভয় আমার নেই। তবে এটাও ঠিক যে আমি যদি গ্রেপ্তার হই, তাহলে একটা টেনশন তৈরি হবে পুরো ব্যাপারটাকে নিয়ে। তাই আমার গ্রেপ্তার না হওয়াটাই বাঞ্ছনীয়।"

কমল হাসান
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

হাসান মনে করেন যে, অনেক অভিনেতাই নির্বাচনের প্রচারে গিয়ে এই ধরনের মন্তব্য করে থাকেন। শুধু এই ক্ষেত্রেই ব্যাপারটাকে নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে। এতটাই হাইলাইটেড হয়েছে ব্য়াপারটা যে, দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে ধর্মের অপব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এই দাবিতেই মামলাটি করা হয়েছে।

কাজের ক্ষেত্রে শংকরের ম্যাগনামওপাস 'ইন্ডিয়ান ২'-তে দেখা যাবে কমল হাসানকে।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.