ETV Bharat / sitara

কনটেন্ট চুরির অভিযোগ 'দেবী'-র বিরুদ্ধে - দেবী-তে কাজল

প্রিয়াঙ্কা বাজপেয়ী পরিচালিত শর্টফিল্ম 'দেবী'-র বিরুদ্ধে কনটেন্ট বা ভাবনা চুরির অভিযোগ আনলেন অভিষেক রাই নামে আর এক পরিচালক ।

Devi plagiarism
Devi plagiarism
author img

By

Published : Mar 6, 2020, 11:09 AM IST

মুম্বই : এই সপ্তাহেই মুক্তি পেয়েছে কাজল সহ আরও 8 জন অভিনেত্রী অভিনীত শর্টফিল্ম 'দেবী' । সোশাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে এই শর্টফিল্ম । খুব অল্প সময়ে অনেক মানুষ দেখে নিয়েছেন 'দেবী' । তবে কনটেন্ট বা ভাবনা চুরির অভিযোগ উঠল শর্টফিল্মের বিরুদ্ধে ।

অভিষেক রাই নামে এক পরিচালক এই প্লেজারিজ়মের অভিযোগ তুলেছেন । ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, 2018 সালে তাঁর পরিচালিত শর্টফিল্ম 'ফোর'-এর সঙ্গে অসম্ভব মিল রয়েছে 'দেবী'-র ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজ়ের ছাত্র অভিষেক তাঁর সমস্ত বন্ধু-বান্ধব ও প্রতিষ্ঠানের অন্য সব ছাত্রদের এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন । তাঁর অভিযোগ যে, 'দেবী'-র নির্মাতারা পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও অভিষেকের সঙ্গে কোনও কমিউনিকেশন করছে না ।

প্রতিদিন কোনও না কোনও ধর্ষণ ও তারপর খুনের ঘটনায় ভরতি কাগজের পাতা, ওয়েব পোর্টালের পেজ, সোশাল মিডিয়ার ওয়াল । সেই মর্মান্তিক ঘটনাবলীকে অ্যাড্রেস করে তৈরি হয়েছে 'দেবী' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিহত ধর্ষিতাদের ভিড়ে জায়গা হচ্ছে না স্বর্গের ছোট্ট ঘরে । গাদাগাদি ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে সবাইকে । পরিস্থিতি সামাল দিচ্ছেন কাজলের করা চরিত্রটি, যিনি নিজেও একজন রেপ ভিক্টিম ।

অনেকটা এরকমই বিষয় নিয়ে তৈরি হয়েছে 'ফোর', যেটি 2018-র 1 জুন মুক্তি পেয়েছে ইউটিউবে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : এই সপ্তাহেই মুক্তি পেয়েছে কাজল সহ আরও 8 জন অভিনেত্রী অভিনীত শর্টফিল্ম 'দেবী' । সোশাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে এই শর্টফিল্ম । খুব অল্প সময়ে অনেক মানুষ দেখে নিয়েছেন 'দেবী' । তবে কনটেন্ট বা ভাবনা চুরির অভিযোগ উঠল শর্টফিল্মের বিরুদ্ধে ।

অভিষেক রাই নামে এক পরিচালক এই প্লেজারিজ়মের অভিযোগ তুলেছেন । ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, 2018 সালে তাঁর পরিচালিত শর্টফিল্ম 'ফোর'-এর সঙ্গে অসম্ভব মিল রয়েছে 'দেবী'-র ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজ়ের ছাত্র অভিষেক তাঁর সমস্ত বন্ধু-বান্ধব ও প্রতিষ্ঠানের অন্য সব ছাত্রদের এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন । তাঁর অভিযোগ যে, 'দেবী'-র নির্মাতারা পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও অভিষেকের সঙ্গে কোনও কমিউনিকেশন করছে না ।

প্রতিদিন কোনও না কোনও ধর্ষণ ও তারপর খুনের ঘটনায় ভরতি কাগজের পাতা, ওয়েব পোর্টালের পেজ, সোশাল মিডিয়ার ওয়াল । সেই মর্মান্তিক ঘটনাবলীকে অ্যাড্রেস করে তৈরি হয়েছে 'দেবী' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিহত ধর্ষিতাদের ভিড়ে জায়গা হচ্ছে না স্বর্গের ছোট্ট ঘরে । গাদাগাদি ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে সবাইকে । পরিস্থিতি সামাল দিচ্ছেন কাজলের করা চরিত্রটি, যিনি নিজেও একজন রেপ ভিক্টিম ।

অনেকটা এরকমই বিষয় নিয়ে তৈরি হয়েছে 'ফোর', যেটি 2018-র 1 জুন মুক্তি পেয়েছে ইউটিউবে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.