মুম্বই : আপকামিং ছবি 'সত্যমেব জয়তে 2'-এর শুটিংয়ের জন্য কয়েকদিন আগেই কলাকুশলীদের সঙ্গে বারাণসী যান জন আব্রাহাম । গতকাল থেকেই শুরু হয়েছে শুটিং । আর প্রথম দিন অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় চোট পান তিনি । তবে চোটের পরিমাণ খুব একটা বেশি নয় বলেই জানা গিয়েছে ।
গতকালই বারাণসীর ছেত সিং ফোর্টে শুটিং শুরু করেছিলেন জন । এদিকে অ্যাকশন দৃশ্যের শুট করার সময় হাতের আঙুলে চোট পান তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এদিকে জনের হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । এমনকী, তাঁকে দেখার জন্য হাসপাতালের বাইরে ভিড় করেছিলেন অনেকেই । এখন তিনি অনেকটাই ভালো রয়েছে বলে জানা গিয়েছে ।
জন ছাড়াও এই ছবিতে রয়েছেন দিব্যা খোসলা কুমার, মনোজ বাজপেয়ী, হর্ষ ছায়া, গৌতমী কাপুর, শাদ রনধাওয়া, অনুপ সোনি সহ আরও অনেকে । ছবিটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষণ কুমার ও নিখিল আদবানি । এর আগে ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে লখনউতে । আর এবার বারাণসীতে হচ্ছে শুটিং ।
পরিস্থিতি ঠিক থাকলে 2 অক্টোবর মুক্তি পেত এই ছবি । কিন্তু, দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে বন্ধ হয়ে যায় শুটিং । এরপর সরকারী অনুমতি পাওয়ার পরই বিভিন্ন বিধিনিষেধ মেনে শুরু হয় শুটিংয়ের কাজ । যদিও 2 অক্টোবরের মধ্যে কোনওভাবেই ছবির শুটিং ও এডিটিংয়ের কাজ শেষ হত না । তাই মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে 2021-এর 12 দিনটিকে ।