ETV Bharat / sitara

জীবনে পাওয়া বিশেষ সুবিধাগুলোর জন্য অপরাধ বোধ হয় জাহ্নবীর ? - জাহ্নবী কাপুরের খবর

হ্যাঁ, এমনটাই বললেন জাহ্নবী কাপুর । দেশের প্রথম মহিলা এয়ারফোর্স পাইলট গুঞ্জন সাক্সেনাকে দেখে জীবন সম্পর্কে নতুন ধারণা হয়েছে অভিনেত্রীর । শেয়ার করলেন IANS-এর সঙ্গে ।

Janhvi kapoor in gunjan saxen
Janhvi kapoor in gunjan saxen
author img

By

Published : Jul 23, 2020, 10:16 PM IST

মুম্বই : 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ছবিতে দেশের প্রথম এয়ারফোর্স পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর । তবে অভিনয় তো শুধুমাত্র পরদায় নয়, বাস্তব জীবনেও অনেক পরিবর্তনের জন্য দায়ি । পাইলট গুঞ্জনের সঙ্গে মোলাকাতে অনেক নতুন উপলব্ধি জাহ্নবীর ।

IANS-কে অভিনেত্রী বললেন, "গুঞ্জন সাক্সেনার আউটলুকটা খুব সহজ । কেউ যদি পরিশ্রম করে যায় তাহলে সে তার যোগ্য জায়গাটা পাবেই । আমি জানি আমি জীবনে বিশেষ সুবিধা পেয়েছি । আর তার জন্য আমার মাঝেমধ্যে অপরাধ বোধও হয় ।"

কিন্তু, নিজের জীবনকে পরিপূর্ণ করতে বদ্ধপরিকর জাহ্নবী । তিনি যা সুযোগ পেয়েছেন তার সদব্যবহার করার জন্য প্রস্তুত তিনি ।

বললেন, "আমি আরও পরিশ্রম করে নিজের জায়গাটা অর্জন করবই ।" অপেক্ষায় দর্শক ।

Janhvi kapoor in gunjan saxen
.

শরন শর্মা পরিচালিত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সের পরদায় । স্বাধীনতা দিবসের প্রাক্কালে 12 অগাস্ট এই বায়োপিক আসছে দর্শকের মনোরঞ্জনে । জাহ্নবী ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদির মতো অভিনেতারা ।

মুম্বই : 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ছবিতে দেশের প্রথম এয়ারফোর্স পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর । তবে অভিনয় তো শুধুমাত্র পরদায় নয়, বাস্তব জীবনেও অনেক পরিবর্তনের জন্য দায়ি । পাইলট গুঞ্জনের সঙ্গে মোলাকাতে অনেক নতুন উপলব্ধি জাহ্নবীর ।

IANS-কে অভিনেত্রী বললেন, "গুঞ্জন সাক্সেনার আউটলুকটা খুব সহজ । কেউ যদি পরিশ্রম করে যায় তাহলে সে তার যোগ্য জায়গাটা পাবেই । আমি জানি আমি জীবনে বিশেষ সুবিধা পেয়েছি । আর তার জন্য আমার মাঝেমধ্যে অপরাধ বোধও হয় ।"

কিন্তু, নিজের জীবনকে পরিপূর্ণ করতে বদ্ধপরিকর জাহ্নবী । তিনি যা সুযোগ পেয়েছেন তার সদব্যবহার করার জন্য প্রস্তুত তিনি ।

বললেন, "আমি আরও পরিশ্রম করে নিজের জায়গাটা অর্জন করবই ।" অপেক্ষায় দর্শক ।

Janhvi kapoor in gunjan saxen
.

শরন শর্মা পরিচালিত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সের পরদায় । স্বাধীনতা দিবসের প্রাক্কালে 12 অগাস্ট এই বায়োপিক আসছে দর্শকের মনোরঞ্জনে । জাহ্নবী ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদির মতো অভিনেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.