মুম্বই : মহারাষ্ট্রের রাজ্যমন্ত্রী মহাদেব জনকর দাবি করেন, সঞ্জয় দত্ত 25 সেপ্টেম্বর তাঁদের দলে যোগ দেবেন । আজ বলিউড অভিনেতা স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না ।
সঞ্জয় বলেন, "আমি কোনও রাজনৈতিক দলে যোগ দেব না । মিঃ জনকর আমার ভালো বন্ধু ও আমার ভাই । তাঁর ভবিষ্যতের প্রচেষ্টাগুলোর জন্য তাঁকে শুভকামনা জানাই ।"
সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতার একটি ভিডিয়ো চালানো হয় । যেখানে তাঁকে বলতে শোনা যায়, "আমি আমার ভাই, আমার বন্ধু, RSP-র জাতীয় সভাপতি মহাদেব জনকরকে অভিনন্দন জানাই । আমি এখানে থাকলে নিশ্চয় আসতাম ।"
সঞ্জয়ের এই বক্তব্যর পরই জনকর দাবি করেছিলেন, "আপনারা সকলে বিগ বসের কথা শুনলেন... বড় ভাই । সঞ্জয় দত্ত 25 সেপ্টেম্বর (RSP) যোগ দেওয়ার জন্য সময় দিয়েছেন ।"
তবে আজ সঞ্জয় দত্তর ব্যাখ্যা সকল জল্পনার অবসান ঘটিয়েছে ।