ETV Bharat / sitara

35 বছরের পথচলা... - Anupam Kirron anniversary

এই বিশেষ দিনে স্ত্রী কিরণকে শুভেচ্ছা জানাতে ভোলেনেনি অনুপম । দু'জনের একসঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সাদা কালো ছবিতে কিরণের মাথায় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসিমুখে অন্যদিকে তাকিয়ে রয়েছেন কিরণ ।

োে্
োে্
author img

By

Published : Aug 26, 2020, 2:22 PM IST

মুম্বই : দেখতে দেখতে একসঙ্গে 35 বছরটা বছর পাড় করলেন অনুপম খের ও কিরণ খের । 35 বছর আগে আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা ।

এই বিশেষ দিনে স্ত্রী কিরণকে শুভেচ্ছা জানাতে ভোলেনেনি অনুপম । দু'জনের একসঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সাদা কালো ছবিতে কিরণের মাথায় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসিমুখে অন্যদিকে তাকিয়ে রয়েছেন কিরণ ।

ছবির ক্যাপশনে লেখেন, "প্রিয় কিরণ !! 35 বছরের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা । একসঙ্গে আমরা খুব বেশি সময় কাটাতে পারি না । তুমি সংসদ নিয়ে ব্যস্ত থাকো আর আমি একজন ব্যস্ত অভিনেতা । তবে সব সময় তোমার পাশে আছি ও থাকব । সাবধানে থেকো । অনেক ভালোবাসা ও প্রার্থনা ।"

দেখুন সেই পোস্ট...

মুম্বই : দেখতে দেখতে একসঙ্গে 35 বছরটা বছর পাড় করলেন অনুপম খের ও কিরণ খের । 35 বছর আগে আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা ।

এই বিশেষ দিনে স্ত্রী কিরণকে শুভেচ্ছা জানাতে ভোলেনেনি অনুপম । দু'জনের একসঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সাদা কালো ছবিতে কিরণের মাথায় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসিমুখে অন্যদিকে তাকিয়ে রয়েছেন কিরণ ।

ছবির ক্যাপশনে লেখেন, "প্রিয় কিরণ !! 35 বছরের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা । একসঙ্গে আমরা খুব বেশি সময় কাটাতে পারি না । তুমি সংসদ নিয়ে ব্যস্ত থাকো আর আমি একজন ব্যস্ত অভিনেতা । তবে সব সময় তোমার পাশে আছি ও থাকব । সাবধানে থেকো । অনেক ভালোবাসা ও প্রার্থনা ।"

দেখুন সেই পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.