ETV Bharat / sitara

বিক্রম বেদার হাত ধরে শুটিংয়ে ফিরছেন ঋত্ত্বিক রোশন - হিন্দি রিমেক

চলতি বছরের জুন মাস থেকে ছবির শুটিংয়ে যোগ দেবেন ঋত্ত্বিক৷ তাঁকে এই ছবিতে 'বেদার' নামের এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ৷ সূত্রের খবর , বেদার চরিত্রের জন্য ইতিমধ্যেই ধীরে ধীরে তৈরী হতে শুরু করেছেন ঋত্ত্বিক ৷ তবে মে মাসে এই প্রস্তুতি আরও জোর কদমে শুরু হবে ৷

Hrithik Roshan
ঋত্ত্বিক রোশন
author img

By

Published : Apr 8, 2021, 10:23 AM IST

হায়দরাবাদ,8 এপ্রিল : মাঝে কিছুদিনের বিরতি ৷ ফের শুটিং সেটে ফিরছেন হৃত্বিক রোশন ৷ 2019 এ 'ওয়ার' মুক্তি পাওয়ার পর প্রায় দু’বছর তিনি কোনও ছবিতে কাজ করেননি ৷ এবার তামিল ছবির হিন্দি রিমেক 'বিক্রম বেদা'র হাত ধরে আবার সেটে ফিরছেন হৃত্বিক ৷ মূল ছবিটি 2017-য় মুক্তি পেয়েছিল ৷ মুখ্য চরিত্রে ছিলেন আর মাধাবন এবং বিজয় সেথুপতি ৷

এবছরের জুন মাস থেকে ছবির শুটিংয়ে যোগ দেবেন হৃত্বিক ৷ তাঁকে এই ছবিতে 'বেদার' নামের এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ৷ সূত্রের খবর , বেদার চরিত্রের জন্য ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন হৃত্বিক ৷ তবে মে মাসে এই প্রস্তুতি আরও জোর কদমে শুরু হবে ৷

এই ছবির গল্প একজন পুলিশ ও গ্যাংস্টারকে ঘিরে ৷ 'বিক্রম' একজন পুলিশ অফিসার যে কিনা 'বেদা' নামের এক গ্যাংস্টারকে ধরতে চায় ৷ পরে বেদা নিজে এসেই তার কাছে আত্মসমর্পন করে ৷ এবং বিক্রমকে তিনটি গল্প শোনায় ৷ যা শুনে বিক্রমের ভাল-মন্দ সম্পর্কে ধারনা বদলে যায় ৷

আরও পড়ুন : শুটিং শেষ হল অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট'-য়ের

'বিক্রম বেদা'র হিন্দি সংস্করণটির পরিচালনায় থাকছেন পুষ্কর এবং গায়ত্রী ৷ যাঁরা আসল ছবিটিরও পরিচালক ৷ এছাড়াও এই ছবিতে থাকছেন সইফ আলি খান ৷ একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

হায়দরাবাদ,8 এপ্রিল : মাঝে কিছুদিনের বিরতি ৷ ফের শুটিং সেটে ফিরছেন হৃত্বিক রোশন ৷ 2019 এ 'ওয়ার' মুক্তি পাওয়ার পর প্রায় দু’বছর তিনি কোনও ছবিতে কাজ করেননি ৷ এবার তামিল ছবির হিন্দি রিমেক 'বিক্রম বেদা'র হাত ধরে আবার সেটে ফিরছেন হৃত্বিক ৷ মূল ছবিটি 2017-য় মুক্তি পেয়েছিল ৷ মুখ্য চরিত্রে ছিলেন আর মাধাবন এবং বিজয় সেথুপতি ৷

এবছরের জুন মাস থেকে ছবির শুটিংয়ে যোগ দেবেন হৃত্বিক ৷ তাঁকে এই ছবিতে 'বেদার' নামের এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ৷ সূত্রের খবর , বেদার চরিত্রের জন্য ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন হৃত্বিক ৷ তবে মে মাসে এই প্রস্তুতি আরও জোর কদমে শুরু হবে ৷

এই ছবির গল্প একজন পুলিশ ও গ্যাংস্টারকে ঘিরে ৷ 'বিক্রম' একজন পুলিশ অফিসার যে কিনা 'বেদা' নামের এক গ্যাংস্টারকে ধরতে চায় ৷ পরে বেদা নিজে এসেই তার কাছে আত্মসমর্পন করে ৷ এবং বিক্রমকে তিনটি গল্প শোনায় ৷ যা শুনে বিক্রমের ভাল-মন্দ সম্পর্কে ধারনা বদলে যায় ৷

আরও পড়ুন : শুটিং শেষ হল অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট'-য়ের

'বিক্রম বেদা'র হিন্দি সংস্করণটির পরিচালনায় থাকছেন পুষ্কর এবং গায়ত্রী ৷ যাঁরা আসল ছবিটিরও পরিচালক ৷ এছাড়াও এই ছবিতে থাকছেন সইফ আলি খান ৷ একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.