মুম্বই : আজ 23 বছরে পা দিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান । আর সেই উপলক্ষ্যে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গৌরী খান ।
আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন গৌরী । সেখানে তাঁর তিন ছেলেমেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামকে একসঙ্গে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বার্থডে বয়"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সুহানাও । দুবাইয়ের বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে পোজ় দিতে দেখা গিয়েছে দুই ভাই-বোনকে । এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন সুহানা । ছবির ক্যাপশনে লেখেন, "আমার বেস্টিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা..."।
নিউ ইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা । তবে কোরোনা পরিস্থিতির মধ্যে নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ের বাড়িতে চলে এসেছিলেন তিনি । সেই সময়টা পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে । এখনও বাড়িতেই রয়েছেন তিনি ।
1991 সালে গৌরীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ । 1997 সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আরিয়ানের । এরপর 2000-এ জন্ম হয় সুহানার । 2013 সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের ।