ETV Bharat / sitara

রিপোর্ট : NCB-র স্ক্যানারে এবার চার প্রথম সারির বলিউড অভিনেতা - সুশান্ত সিং রাজপুতের মামলা

অভিনেত্রীদের পর এবার অভিনেতাদের পালা । সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে NCB চার প্রথম সারির অভিনেতাদের নাম পেয়েছে । এবার তাঁরাও নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB)-র ব়্যাডারে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

Bollywood male actors taking drugs
Bollywood male actors taking drugs
author img

By

Published : Sep 24, 2020, 7:48 AM IST

মুম্বই : একটা একটা করে নাম বেরোচ্ছে আর চমকে উঠছেন দেশবাসী । প্রথম ছোটোখাটো নাম দিয়ে শুরু, এবার NCB-র নিশানায় বলিউডের রাঘব বোয়ালরা । ড্রাগ নেওয়ার অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে । আর এবার শোনা গেল যে, চার প্রথম সারির বলিউড অভিনেতাদেরও নাম জড়িয়েছে এই মামলায় ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক প্রভাবশালীদের নাম পাচ্ছে NCB । জয়া নিজে শ্রদ্ধা কাপুর ও প্রযোজক মধু মন্তেনাকে ড্রাগ দিয়েছেন বলে জানিয়েছেন । এছাড়াও আরও একাধিক নাম নিয়েছেন তিনি ।

আরও পড়ুন : দীপিকা-সারা-শ্রদ্ধা-রকুলকে সমন NCB-র

এর মধ্যে নাকি চার প্রথম সারির বলিউড অভিনেতাও রয়েছেন । গতকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর NCB-র অফিসে চার ঘণ্টা ধরে NCB-র নানা প্রশ্নের মুখোমুখি হন জয়া । তাঁর বয়ানে উঠে এসেছে এমন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য ।

তাহলে কি অভিনেত্রীদের পর এবার অভিনেতাদের পালা ? চূড়া থেকে শুরু করে এবার কি জলের নিচে ডুবে থাকা পুরো বরফের চাঁইটাই সামনে আসবে ? আরও চমকের অপেক্ষায় দেশবাসী ।

মুম্বই : একটা একটা করে নাম বেরোচ্ছে আর চমকে উঠছেন দেশবাসী । প্রথম ছোটোখাটো নাম দিয়ে শুরু, এবার NCB-র নিশানায় বলিউডের রাঘব বোয়ালরা । ড্রাগ নেওয়ার অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে । আর এবার শোনা গেল যে, চার প্রথম সারির বলিউড অভিনেতাদেরও নাম জড়িয়েছে এই মামলায় ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক প্রভাবশালীদের নাম পাচ্ছে NCB । জয়া নিজে শ্রদ্ধা কাপুর ও প্রযোজক মধু মন্তেনাকে ড্রাগ দিয়েছেন বলে জানিয়েছেন । এছাড়াও আরও একাধিক নাম নিয়েছেন তিনি ।

আরও পড়ুন : দীপিকা-সারা-শ্রদ্ধা-রকুলকে সমন NCB-র

এর মধ্যে নাকি চার প্রথম সারির বলিউড অভিনেতাও রয়েছেন । গতকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর NCB-র অফিসে চার ঘণ্টা ধরে NCB-র নানা প্রশ্নের মুখোমুখি হন জয়া । তাঁর বয়ানে উঠে এসেছে এমন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য ।

তাহলে কি অভিনেত্রীদের পর এবার অভিনেতাদের পালা ? চূড়া থেকে শুরু করে এবার কি জলের নিচে ডুবে থাকা পুরো বরফের চাঁইটাই সামনে আসবে ? আরও চমকের অপেক্ষায় দেশবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.