ETV Bharat / sitara

EXCLUSIVE : সঞ্জয় দত্তের উপর বই লিখলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় - সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তর জীবনী এবার বইয়ের পাতায়। লিখেছেন রামকমল মুখোপাধ্যায়। বইয়ের নাম ' সঞ্জয় দত্ত - ওয়ান ম্যান, মেনি লাইভস'

বইয়ের পোস্টার
author img

By

Published : May 6, 2019, 4:46 PM IST


কলকাতা : পরিচালক রামকমল মুখোপাধ্যায় এখন অত্যন্ত ব্যস্ত তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনার কাজে। আর এর মাঝেই তিনি লিখে ফেলেছেন একটি বই। জানেন সেই বই কাকে নিয়ে? তিনি সঞ্জয় দত্ত। কয়েকদিন আগেই সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু' সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। প্রেক্ষাগৃহ ভরতি করে সবাই সেই ছবি দেখেছে, তাঁর জীবনের গল্প শুনেছে। এবার তাঁর জীবন বইয়ের পাতায়। বইটির নাম ' সঞ্জয় দত্ত - ওয়ান ম্যান, মেনি লাইভস'। ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হতে শুরু করেছে বইটি। বইটির প্রকাশ করেছে রূপা পাবলিকেশন।


প্রথম জীবনে সাংবাদিক ছিলেন রামকমল মুখোপাধ্যায়। তিনি বললেন, "এটি একটি আনঅথরাইজ়ড বায়োগ্রাফি। হেমা মালিনীর উপর বইটি বের করার পরই এটি প্রকাশ্যে এনেছি। ভারতবর্ষের প্রথম স্টার কিডের জীবন সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই বইতে। রয়েছে তাঁর জার্নির গল্প।"

২০ বছর সাংবাদিক হিসেবে কাজ করে রামকমল বললেন, "সাংবাদিকতা করতে করতে সঞ্জয় দত্তের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বিভিন্ন ইভেন্টে। কোনও পার্সোনাল কানেকশন নেই যদিও। আমাদের জেনারেশনের অনেকেই সঞ্জয়কে ভুল বুঝে এসেছে। এই বিষয়ে দু'বছর রিসার্চওয়ার্ক করেছি আমি। বারবার মনে হয়েছে টাফ বাইসেপ আর ডেডলি ইমেজের ভিতরে রয়েছে একটি শিশুর আত্মা। আমি সেই সঞ্জয়ের কথা বলেছি আমার বইতে। কখনও জাজ করিনি তাঁকে।"

বই লিখতে লিখতে সুনীল দত্ত ও নার্গিসের প্রেমে পড়ে গেছেন রামকমল। তিনি বললেন, "ওঁদের মতো বাবা-মা পেতে চাইবে প্রত্যেক সন্তানই।" সঙ্গে মান্যতার দুঃখগুলোও তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। রাজকুমার হিরানিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন রামকমল। রাজকুমার তাঁর ৪০ বছরের আর্কাইভ দেখার সুযোগ না দিলে বইটি হয়তো লেখাই হত না, মনে করেন রামকমল।

সঞ্জয় দত্তকে নিয়ে একটা ব়্যাপিড ফায়ার রাউন্ড খেললেন রামকমল। দেখে নেওয়া যাক কী বললেন তিনি...

  • ETV : সঞ্জয় দত্ত অভিনীত প্রিয় ছবি?
  • রামকমল : 'বাস্তব', 'নাম', 'মুন্না ভাই এমবিবিএস'।
  • ETV : সঞ্জয় দত্তের মুখে বলা প্রিয় ডায়লগ?
  • রামকমল : মামু বোলে তো..
  • ETV : সঞ্জয় দত্তের বিপরীতে প্রিয় কো-স্টার?
  • রামকমল: আর্ষদ ওয়ার্সি এবং মাধুরি দীক্ষিত।
  • ETV: সঞ্জয় দত্তের উপর হওয়া প্রিয় গান?
  • রামকমল : মেরা দিল ভি কিতনা পাগল হে (সাজন) এবং রোজ রোজ আঁখো (জিভা)।
  • ETV: কার ফিজ়িক সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিতে - সালমান খান, জন আব্রাহাম না সঞ্জয় দত্ত?
  • রামকমল: সঞ্জু সকলের বাবা।


কলকাতা : পরিচালক রামকমল মুখোপাধ্যায় এখন অত্যন্ত ব্যস্ত তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনার কাজে। আর এর মাঝেই তিনি লিখে ফেলেছেন একটি বই। জানেন সেই বই কাকে নিয়ে? তিনি সঞ্জয় দত্ত। কয়েকদিন আগেই সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু' সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। প্রেক্ষাগৃহ ভরতি করে সবাই সেই ছবি দেখেছে, তাঁর জীবনের গল্প শুনেছে। এবার তাঁর জীবন বইয়ের পাতায়। বইটির নাম ' সঞ্জয় দত্ত - ওয়ান ম্যান, মেনি লাইভস'। ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হতে শুরু করেছে বইটি। বইটির প্রকাশ করেছে রূপা পাবলিকেশন।


প্রথম জীবনে সাংবাদিক ছিলেন রামকমল মুখোপাধ্যায়। তিনি বললেন, "এটি একটি আনঅথরাইজ়ড বায়োগ্রাফি। হেমা মালিনীর উপর বইটি বের করার পরই এটি প্রকাশ্যে এনেছি। ভারতবর্ষের প্রথম স্টার কিডের জীবন সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই বইতে। রয়েছে তাঁর জার্নির গল্প।"

২০ বছর সাংবাদিক হিসেবে কাজ করে রামকমল বললেন, "সাংবাদিকতা করতে করতে সঞ্জয় দত্তের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বিভিন্ন ইভেন্টে। কোনও পার্সোনাল কানেকশন নেই যদিও। আমাদের জেনারেশনের অনেকেই সঞ্জয়কে ভুল বুঝে এসেছে। এই বিষয়ে দু'বছর রিসার্চওয়ার্ক করেছি আমি। বারবার মনে হয়েছে টাফ বাইসেপ আর ডেডলি ইমেজের ভিতরে রয়েছে একটি শিশুর আত্মা। আমি সেই সঞ্জয়ের কথা বলেছি আমার বইতে। কখনও জাজ করিনি তাঁকে।"

বই লিখতে লিখতে সুনীল দত্ত ও নার্গিসের প্রেমে পড়ে গেছেন রামকমল। তিনি বললেন, "ওঁদের মতো বাবা-মা পেতে চাইবে প্রত্যেক সন্তানই।" সঙ্গে মান্যতার দুঃখগুলোও তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। রাজকুমার হিরানিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন রামকমল। রাজকুমার তাঁর ৪০ বছরের আর্কাইভ দেখার সুযোগ না দিলে বইটি হয়তো লেখাই হত না, মনে করেন রামকমল।

সঞ্জয় দত্তকে নিয়ে একটা ব়্যাপিড ফায়ার রাউন্ড খেললেন রামকমল। দেখে নেওয়া যাক কী বললেন তিনি...

  • ETV : সঞ্জয় দত্ত অভিনীত প্রিয় ছবি?
  • রামকমল : 'বাস্তব', 'নাম', 'মুন্না ভাই এমবিবিএস'।
  • ETV : সঞ্জয় দত্তের মুখে বলা প্রিয় ডায়লগ?
  • রামকমল : মামু বোলে তো..
  • ETV : সঞ্জয় দত্তের বিপরীতে প্রিয় কো-স্টার?
  • রামকমল: আর্ষদ ওয়ার্সি এবং মাধুরি দীক্ষিত।
  • ETV: সঞ্জয় দত্তের উপর হওয়া প্রিয় গান?
  • রামকমল : মেরা দিল ভি কিতনা পাগল হে (সাজন) এবং রোজ রোজ আঁখো (জিভা)।
  • ETV: কার ফিজ়িক সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিতে - সালমান খান, জন আব্রাহাম না সঞ্জয় দত্ত?
  • রামকমল: সঞ্জু সকলের বাবা।
Intro:পরিচালক রামকুমার মুখোপাধ্যায় এখন অত্যন্ত ব্যস্ত ছবি পরিচালনার কাজে। তাঁর মাঝেই তিনি লিখে ফেলেছেন একটি বই। এবং সেই বই আর কাউকে নিয়ে নয় সঞ্জয় দত্তকে নিয়ে।


Body:বইটির নাম সঞ্জয় দত্ত - ওয়ান ম্যান, মেনি লাইভস। ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হতে শুরু করেছে বইটি। বইটির প্রকাশক রুপা পাবলিকেশন। কিছুদিন আগে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু এসেছিল প্রেক্ষাগৃহে, পরিচালনায় ছিলেন রাজকুমার হিরানি। এই বইতে থাকবে সঞ্জয় দত্তের জীবনের অনেক না বলা কথা।

পরিচালক লেখকরা মুখোপাধ্যায় বললেন, "এটি একটি আনঅথরাইজড বায়োগ্রাফি। হেমা মালিনীর উপর বইটি বের করার পরই এটি প্রকাশ্যে এনেছি। ভারতবর্ষের প্রথম স্টার কিডের জীবন সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই বইতে। রয়েছে তাঁর জার্নির গল্প।"

প্রথম জীবনে সাংবাদিক ছিলেন রামকমল মুখোপাধ্যায়। ২০ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে বলতে রামকমল বলেন, "সাংবাদিকতা করতে করতে সঞ্জয় দত্তের সঙ্গে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে বিভিন্ন ইভেন্টে। কোনও পার্সোনাল কানেকশন নেই যদিও। আমাদের জেনারেশনের অনেকেই সঞ্জয়কে ভুল বুজে এসেছে। এই বিষয়ে দু'বছর রিচার্চ ওয়ার্ক করেছি আমি। আরে টাইপ বারবার মনে হয়েছে টাফ বাইসেপ আর দেডলি আইজের ভিতরে রয়েছে একটি শিশুর আত্মা। আমি সেই সঞ্জয়ের কথা বলেছি আমার বইতে। সেই সঙ্গে তুলে ধরেছি সেই অজানা ইন্ডাস্ট্রিকে, যেটা সঞ্জয়ের জীবনের মতোই পাল্টেছে সময়ের তালে তালে। কিছু ফ্যাক্টস তুলেছি সঞ্জয় দেওয়া ইন্টারভিউ থেকে।"


Conclusion:রামকমল আরও বলেন, "বইতে সঞ্জয় দত্তের কিছু দুর্লভ ছবি আছে। আমি সঞ্জয় দত্তকে জজ করিনি। শুধু একটা গল্প বলেছি, আনসেন্সরড। এর জন্য আমি মিস্টার নরি হিরাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে ৪০ বছর ধরে রাখা আর্কাইভ দেখতে দিয়েছিলেন। এই আর্কাইভ না পেলে আমি বই লিখতে পারতাম না।"

১৯০ পাতারি বইতে ১৩টি লম্বা চ্যাপ্টার রয়েছে সঞ্জয় দত্তের জীবনের উপর। বলা হয়েছে, একজন সাধারন মানুষের থেকে কীভাবে আইকন হয়ে উঠলেন সঞ্জয় দত্ত। কথার প্রসঙ্গে রামকমল বললেন, " এই বইটা লেখার সময় আমি সঞ্জয়ের অনুভূতির মধ্যে দিয়ে গেছি। সুনীল দত্ত এবং নার্গিসের প্রেমে পড়েছি আবার। সত্যিই প্রত্যেক সন্তানই তাঁদের মতো বাবা-মা চাইবে। আমি মান্যতার দুঃখগুলোও বুঝতে পেরেছি।"

তারপর ETV Bharat রামকমলকের জিজ্ঞেস করে রাজকুমার হিরানিও তো সঞ্জু' বলে একটি ছবি বানিয়েছেন। সেখানে সঞ্জয় দত্তের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার জন্য সংবাদমাধ্যমকে তিনি দায়ী করেছেন। আপনার কী মনে হয়? উত্তর রামকমল বলেন, " আমার মনে হয় না সবকিছুর জন্য মিডিয়াকে দায়ী করা উচিত। কিন্তু আমার এটাও মনে হয়, সে সময় মিডিয়া বাড়াবাড়ি করেছিল। বিশেষ করে সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করেছিল। সঞ্জয় দত্ত ছিলেন সফ্ট টার্গেট। পলিটিক্যাল টার্গেটও বলা যেতে পারে।"

তাহলে কি সঞ্জয় দত্ত এই বইটা এনডোর্স করবেন? জানতে চাওয়ায় রামকমল বলেন, "যিনি নিজের বই লেখেন, তিনি অন্য কারওর বই কেন এনডোর্স করবেন। তবে আমার মনে হয় এই বই পড়ার পর সঞ্জয় দত্তের খুব ভালো লাগবে। আশাহত হবেন না। এই বই সঞ্জয় দত্তের কোনও ক্ষতি করবে না, এটুকু বলতে পারি।"

রাপিড ফায়ার :
ETV BHARAT :
RAMKAMAL :

ETV BHARAT : সঞ্জয় দত্ত অভিনীত প্রিয় ছবি?
RAMKAMAL : বাস্তব, নাম, মুন্না ভাই এমবিবিএস।

ETV BHARAT : সঞ্জয় দত্তের মুখে বলা প্রিয় ডায়লগ?
RAMKAMAL : মামু বলে তো...

ETV BHARAT : সঞ্জয় দত্তের বিপরীতে প্রিয় কোস্টার?
RAMKAMAL : আর্ষদ ওয়ার্সি এবং মাধুরি ডিক্সিত।

ETV BHARAT : সঞ্জয় দত্তের উপর হওয়া প্রিয় গান?
RAMKAMAL : মেরা দিল ভি কিতনা পাগল হে (সাজন) এবং রোজ রোজ আঁখো (জিভা)।

ETV BHARAT : কার ফিজিকস সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিতে সালমান খান, জন আব্রাহাম সঞ্জয় দত্ত?
RAMKAMAL : সঞ্জু সকলের বাবা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.