কলকাতা : পরিচালক রামকমল মুখোপাধ্যায় এখন অত্যন্ত ব্যস্ত তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনার কাজে। আর এর মাঝেই তিনি লিখে ফেলেছেন একটি বই। জানেন সেই বই কাকে নিয়ে? তিনি সঞ্জয় দত্ত। কয়েকদিন আগেই সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু' সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। প্রেক্ষাগৃহ ভরতি করে সবাই সেই ছবি দেখেছে, তাঁর জীবনের গল্প শুনেছে। এবার তাঁর জীবন বইয়ের পাতায়। বইটির নাম ' সঞ্জয় দত্ত - ওয়ান ম্যান, মেনি লাইভস'। ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হতে শুরু করেছে বইটি। বইটির প্রকাশ করেছে রূপা পাবলিকেশন।
প্রথম জীবনে সাংবাদিক ছিলেন রামকমল মুখোপাধ্যায়। তিনি বললেন, "এটি একটি আনঅথরাইজ়ড বায়োগ্রাফি। হেমা মালিনীর উপর বইটি বের করার পরই এটি প্রকাশ্যে এনেছি। ভারতবর্ষের প্রথম স্টার কিডের জীবন সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই বইতে। রয়েছে তাঁর জার্নির গল্প।"
২০ বছর সাংবাদিক হিসেবে কাজ করে রামকমল বললেন, "সাংবাদিকতা করতে করতে সঞ্জয় দত্তের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বিভিন্ন ইভেন্টে। কোনও পার্সোনাল কানেকশন নেই যদিও। আমাদের জেনারেশনের অনেকেই সঞ্জয়কে ভুল বুঝে এসেছে। এই বিষয়ে দু'বছর রিসার্চওয়ার্ক করেছি আমি। বারবার মনে হয়েছে টাফ বাইসেপ আর ডেডলি ইমেজের ভিতরে রয়েছে একটি শিশুর আত্মা। আমি সেই সঞ্জয়ের কথা বলেছি আমার বইতে। কখনও জাজ করিনি তাঁকে।"
বই লিখতে লিখতে সুনীল দত্ত ও নার্গিসের প্রেমে পড়ে গেছেন রামকমল। তিনি বললেন, "ওঁদের মতো বাবা-মা পেতে চাইবে প্রত্যেক সন্তানই।" সঙ্গে মান্যতার দুঃখগুলোও তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। রাজকুমার হিরানিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন রামকমল। রাজকুমার তাঁর ৪০ বছরের আর্কাইভ দেখার সুযোগ না দিলে বইটি হয়তো লেখাই হত না, মনে করেন রামকমল।
সঞ্জয় দত্তকে নিয়ে একটা ব়্যাপিড ফায়ার রাউন্ড খেললেন রামকমল। দেখে নেওয়া যাক কী বললেন তিনি...
- ETV : সঞ্জয় দত্ত অভিনীত প্রিয় ছবি?
- রামকমল : 'বাস্তব', 'নাম', 'মুন্না ভাই এমবিবিএস'।
- ETV : সঞ্জয় দত্তের মুখে বলা প্রিয় ডায়লগ?
- রামকমল : মামু বোলে তো..
- ETV : সঞ্জয় দত্তের বিপরীতে প্রিয় কো-স্টার?
- রামকমল: আর্ষদ ওয়ার্সি এবং মাধুরি দীক্ষিত।
- ETV: সঞ্জয় দত্তের উপর হওয়া প্রিয় গান?
- রামকমল : মেরা দিল ভি কিতনা পাগল হে (সাজন) এবং রোজ রোজ আঁখো (জিভা)।
- ETV: কার ফিজ়িক সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিতে - সালমান খান, জন আব্রাহাম না সঞ্জয় দত্ত?
- রামকমল: সঞ্জু সকলের বাবা।