ETV Bharat / sitara

কৃতিকে "ডাইনোসর" বললেন একতা ? - একতা কাপুরের খবর

কৃতি স্যাননকে ডাইনোসর বললেন একতা কাপুর । কিন্তু, অভিনেত্রীকে নিয়ে কেন এমন ধারণা হল প্রযোজকের ?

Ekta kapoor on kriti sanon
Ekta kapoor on kriti sanon
author img

By

Published : May 29, 2020, 7:53 PM IST

মুম্বই : কৃতি স্যাননকে ডাইনোসর মনে করেন একতা কাপুর । শুধু কৃতিকে নয়, তিনি নিজেকেও এই বিলুপ্ত প্রজাতির প্রাণী বলেই মনে করেন । কিন্তু কেন এই অদ্ভুত ধারণা ?

কৃতি একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে । সেই কবিতায় তিনি নিজেকে একটু পুরোনোপন্থী হিসেবে বিশ্লেষণ করেছেন । যিনি প্রকৃত প্রেমে বিশ্বাস করেন, যিনি পুরোনো গান ভালোবাসেন, যাঁর কাছে একটু হাত ধরা, একটা অপ্রত্যাশিত মেসেজও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।

কৃতির এই কবিতা পড়ে একতা নিজেকে তাঁর সঙ্গে রিলেট করেছেন । তিনিও এই কৃত্তিম দুনিয়ায় বিশুদ্ধ সম্পর্কেই বিশ্বাস করেন, পুরোনো স্মৃতি আঁকড়ে থাকতে ভালোবাসেন ।

আর তাই নিজের মতো কৃতিকেও তিনি 'ডাইনোসর' বলেই মনে করেন, একদম সেই প্রগৈতিহাসিক যুগের বিলুপ্ত প্রাণীটির মতো । দেখে নিন কৃতির পোস্ট..

মুম্বই : কৃতি স্যাননকে ডাইনোসর মনে করেন একতা কাপুর । শুধু কৃতিকে নয়, তিনি নিজেকেও এই বিলুপ্ত প্রজাতির প্রাণী বলেই মনে করেন । কিন্তু কেন এই অদ্ভুত ধারণা ?

কৃতি একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে । সেই কবিতায় তিনি নিজেকে একটু পুরোনোপন্থী হিসেবে বিশ্লেষণ করেছেন । যিনি প্রকৃত প্রেমে বিশ্বাস করেন, যিনি পুরোনো গান ভালোবাসেন, যাঁর কাছে একটু হাত ধরা, একটা অপ্রত্যাশিত মেসেজও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।

কৃতির এই কবিতা পড়ে একতা নিজেকে তাঁর সঙ্গে রিলেট করেছেন । তিনিও এই কৃত্তিম দুনিয়ায় বিশুদ্ধ সম্পর্কেই বিশ্বাস করেন, পুরোনো স্মৃতি আঁকড়ে থাকতে ভালোবাসেন ।

আর তাই নিজের মতো কৃতিকেও তিনি 'ডাইনোসর' বলেই মনে করেন, একদম সেই প্রগৈতিহাসিক যুগের বিলুপ্ত প্রাণীটির মতো । দেখে নিন কৃতির পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.