মুম্বই : গায়ক দিলজিৎ এখন বড় পরদার নিয়মিত অভিনেতা । তাঁর অভিনয় দর্শক আর সমালোচকদের মন কেড়েছে । মেল প্রেগনেন্সি নিয়ে তিনি ছবি করছেন জানার পর থেকে উচ্ছ্বসিত ছিল দর্শক । তবে এখন শোনা যাচ্ছে, ছবিটি তিনি করবেন না ।
শাদ আলি পরিচালিত এই ছবিতে নাকি দিলজিৎ আর ইয়ামি গৌতমকে কাস্ট করার কথা ছিল । কিন্তু, সেটা আর হচ্ছে না । নির্মাতাদের চমকে দিয়ে ছবিটি নাকি ছেড়ে দিয়েছেন দিলজিৎ । কারণটা কী ?
রিপোর্ট বলছে, দিলজিৎ এখন সানফ্রান্সিসকো-তে আছেন । তাঁকে সেখানে যোগাযোগ করা যাচ্ছে না । এদিকে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করেও তেমন কোনও নিশ্চিত উত্তর পাওয়া যাচ্ছে না । কয়েকদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল নির্মাতাদের । তবে এখন তাঁরা বেশ বিপাকে পড়েছেন ।
তাহলে কি ছবিটা ছেড়ে দিচ্ছেন দিলজিৎ ? সেই উত্তরটাও সঠিক ভাবে পাচ্ছে না ছবির টিম । দিলজিতের এই অপেশাদারী আচরণকে হজম করতে পারছেন না তাঁরা ।
তবে দোসাঞ্জকে দেখা যাবে মনোজ বাজপেয়িয়ের সঙ্গে 'সূরয পে মঙ্গল ভারি' ছবিতে । কমেডি ফিল্মে এই নতুন জুটির যুগলবন্দী দেখতে মুখিয়ে দর্শক ।