ETV Bharat / sitara

ফের ছেলেদের সঙ্গে স্ক্রিন শেয়ার ধর্মেন্দ্রর, আসছে 'আপনে 2' - sunny and bobby apne 2

টুইটারে 'আপনে' ছবির একটি গানের ভিডিয়ো শেয়ার করেন ধর্মেন্দ্র । আর তার ক্যাপশনে লেখেন, "তাঁর আশীর্বাদ ও আপনাদের শুভেচ্ছা পেয়ে ঠিক করেছি আপনাদের 'আপনে 2' উপহার দেব ।"

asd
asd
author img

By

Published : Nov 30, 2020, 7:54 AM IST

Updated : Nov 30, 2020, 11:43 AM IST

মুম্বই : আসছে 'আপনে'-র সিকুয়েল । আর এর মাধ্যমেই ফের দুই ছেলে ববি ও সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ধর্মেন্দ্র দেওলকে । সম্প্রতি টুইট করে অনুরাগীদের একথা জানান এই বর্ষীয়ান অভিনেতা নিজেই ।

টুইটারে 'আপনে' ছবির একটি গানের ভিডিয়ো শেয়ার করেন তিনি । আর তার ক্যাপশনে লেখেন, "তাঁর আশীর্বাদ ও আপনাদের শুভেচ্ছা পেয়ে ঠিক করেছি আপনাদের 'আপনে 2' উপহার দেব ।"

2007 সালে মুক্তি পেয়েছিল 'আপনে'। সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল সানি দেওয়ল ও ববি দেওলকে । এছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন কিরণ খের, শিল্পা শেট্টি ও ক্যাটরিনা কাইফ ।

বক্সিংকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল এই ছবি । ছবিতে বক্সিং খেলার শক ছিল বলদেব সিং চৌধুরির (এই চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র) । কিন্তু, নিজের সেই স্বপ্ন পূরণ করতে পারেনি সে । চেয়েছিল ছেলেরা যেন তার ওই স্বপ্ন পূরণ করে । এদিকে বক্সিং রিংয়ের মধ্যেই জখম হয়েছিল তার ছোটোছেলে । এরপর বড় ছেলে বাবার সেই স্বপ্ন পূরণ করেছিল ।

বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল এই ছবি । এমনকি বিদেশের মাটিতেও সাফল্য কুড়িয়ে নিয়েছিল ছবিটি । আর এবার আসছে এই ছবির সিকুয়েল । সেখানে ধর্মেন্দ্র, সানি ও ববির পাশাপাশি দেখা যাবে কিরণ দেওলকে । ছবিটি পরিচালনা করবেন অনীল শর্মা । আর প্রযোজনার দায়িত্বে দেখা যাবে দীপক মুকুটকে । 2021-এর মার্চে শুরু হবে ছবির শুটিং । আর সব ঠিক থাকলে আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি ।

এখন খুশির হাওয়া ধর্মেন্দ্র পরিবারে । 26 নভেম্বর জমজ সন্তানের জন্ম দিয়েছে তাঁর ছোটো মেয়ে অহনা ।

মুম্বই : আসছে 'আপনে'-র সিকুয়েল । আর এর মাধ্যমেই ফের দুই ছেলে ববি ও সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ধর্মেন্দ্র দেওলকে । সম্প্রতি টুইট করে অনুরাগীদের একথা জানান এই বর্ষীয়ান অভিনেতা নিজেই ।

টুইটারে 'আপনে' ছবির একটি গানের ভিডিয়ো শেয়ার করেন তিনি । আর তার ক্যাপশনে লেখেন, "তাঁর আশীর্বাদ ও আপনাদের শুভেচ্ছা পেয়ে ঠিক করেছি আপনাদের 'আপনে 2' উপহার দেব ।"

2007 সালে মুক্তি পেয়েছিল 'আপনে'। সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল সানি দেওয়ল ও ববি দেওলকে । এছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন কিরণ খের, শিল্পা শেট্টি ও ক্যাটরিনা কাইফ ।

বক্সিংকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল এই ছবি । ছবিতে বক্সিং খেলার শক ছিল বলদেব সিং চৌধুরির (এই চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র) । কিন্তু, নিজের সেই স্বপ্ন পূরণ করতে পারেনি সে । চেয়েছিল ছেলেরা যেন তার ওই স্বপ্ন পূরণ করে । এদিকে বক্সিং রিংয়ের মধ্যেই জখম হয়েছিল তার ছোটোছেলে । এরপর বড় ছেলে বাবার সেই স্বপ্ন পূরণ করেছিল ।

বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল এই ছবি । এমনকি বিদেশের মাটিতেও সাফল্য কুড়িয়ে নিয়েছিল ছবিটি । আর এবার আসছে এই ছবির সিকুয়েল । সেখানে ধর্মেন্দ্র, সানি ও ববির পাশাপাশি দেখা যাবে কিরণ দেওলকে । ছবিটি পরিচালনা করবেন অনীল শর্মা । আর প্রযোজনার দায়িত্বে দেখা যাবে দীপক মুকুটকে । 2021-এর মার্চে শুরু হবে ছবির শুটিং । আর সব ঠিক থাকলে আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি ।

এখন খুশির হাওয়া ধর্মেন্দ্র পরিবারে । 26 নভেম্বর জমজ সন্তানের জন্ম দিয়েছে তাঁর ছোটো মেয়ে অহনা ।

Last Updated : Nov 30, 2020, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.