মুম্বই : এই মুহূর্তে শকুন বত্রার আপকামিং ছবির শুটিং নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন দীপিকা পাডুকোন । সেখানে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর সেই ব্যস্ততার মধ্যেই রণবীর সিংয়ের সঙ্গে একটু সময় কাটালেন তিনি ।
আজ সকালে মুম্বইয়ের তাজ হোটেলের বাইরে দেখতে পাওয়া যায় দীপিকা ও রণবীরকে । শুটিংয়ে যাওয়ার আগে একসঙ্গে হাত ধরে হোটেল থেকে বের হতে দেখা যায়া তাঁদের । দীপিকাকে টিমের সদস্যদের কাছে পৌঁছে দিয়েই চলে যান রণবীর । তবে যাওয়ার আগে রণবীরের গালে আলতো চুম্বন করেন দীপিকা ।
রণবীর চলে যাওয়ার পরই টিমের সদস্যদের সঙ্গে আলিবাগে যাওয়ার জন্য বোটের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী । এর কিছুক্ষণ পরই হোটেল থেকে বের হতে দেখা যায় সিদ্ধান্তকে । তারপর তাজ থেকে বেরিয়ে আলাদা আলাদাভাবে প্রাইভেট বোটে চড়তে দেখা যায় তাঁদের ।
কয়েকদিন ধরেই আলিবাগে শকুন বত্রার আপকামিং ছবির শুটিং করছেন দীপিকা, সিদ্ধান্ত ও অনন্যা । আর সেই কারণেই মাঝে মধ্যে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা যাচ্ছে তাঁদের । আজও তার অন্যথা হয়নি । যদিও এই ছবির নাম এখনও জানা যায়নি । এর আগে গোয়াতে এই ছবির শুটিং করছিলেন তাঁরা ।
এই ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশন । সব ঠিক থাকলে 2021 সালের 12 ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি ।