ETV Bharat / sitara

বান্দ্রায় শুটিং করছেন দীপিকা-সিদ্ধান্ত, ভাইরাল ভিডিয়ো - দীপিকা পাড়ুকোনের খবর

গোয়ার পর বান্দ্রায় শুটিং করছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । এক বহুতলের বারান্দায় দেখা গেল তাঁদের । সোশাল মিডিয়ায় ভাইরাল শুটিংয়ের ভিডিয়ো ।

Deepika padukone shoots in mumbai
Deepika padukone shoots in mumbai
author img

By

Published : Nov 9, 2020, 12:20 PM IST

মুম্বই : গোয়ার পর এবার বান্দ্রায় শুটিং শুরু করলেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । তবে পাপারাৎজ়িদের তৎপরতায় তো কিছু গোপন থাকার উপায় নেই । ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

বান্দ্রার এক বহুতলের বারান্দায় দেখা গেল দীপিকা আর সিদ্ধান্তকে । একেবারে ক্যাশুয়াল পোশাকে দাঁড়িয়ে তাঁরা । বেশ বিলাসবহুলভাবে সাজানো সেই ফ্ল্যাট, গাছে ভরতি ফ্ল্যাটের আনাচকানাচ ।

দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

গোয়ায় ইতিমধ্যে শেষ হয়েছে ছবির প্রথম শিডিউল । তবে ছবির বেশিরভাগ শুটিং শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল । কোরোনার কারণে সেই শিডিউল বাতিল করতে বাধ্য হয় নির্মাতারা । স্ক্রিপ্ট পরিবর্তন করে গোয়াকে বেছে নেওয়া হয় শ্রীলঙ্কার পরিবর্তে ।

মুম্বই : গোয়ার পর এবার বান্দ্রায় শুটিং শুরু করলেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । তবে পাপারাৎজ়িদের তৎপরতায় তো কিছু গোপন থাকার উপায় নেই । ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

বান্দ্রার এক বহুতলের বারান্দায় দেখা গেল দীপিকা আর সিদ্ধান্তকে । একেবারে ক্যাশুয়াল পোশাকে দাঁড়িয়ে তাঁরা । বেশ বিলাসবহুলভাবে সাজানো সেই ফ্ল্যাট, গাছে ভরতি ফ্ল্যাটের আনাচকানাচ ।

দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

গোয়ায় ইতিমধ্যে শেষ হয়েছে ছবির প্রথম শিডিউল । তবে ছবির বেশিরভাগ শুটিং শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল । কোরোনার কারণে সেই শিডিউল বাতিল করতে বাধ্য হয় নির্মাতারা । স্ক্রিপ্ট পরিবর্তন করে গোয়াকে বেছে নেওয়া হয় শ্রীলঙ্কার পরিবর্তে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.