ETV Bharat / sitara

শুটিং সেরে গোয়া থেকে মুম্বই ফিরলেন দীপিকা-অনন্যা-সিদ্ধান্ত - Ananya return from Goa

এই ছবিতে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে । আজ সন্ধের দিকে গোয়া থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছান তাঁরা । বিমানবন্দর থেকে সবার প্রথমে বের হতে দেখা যায় দীপিকাকে । ঠিক তাঁর পিছনেই ছিলেন অনন্যা ও সিদ্ধান্ত । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি ।

asd
ds
author img

By

Published : Nov 2, 2020, 10:35 PM IST

মুম্বই : আপকামিং ছবির শুটিংয়ের জন্য গোয়ায় গিয়েছিলেন দীপিকা পাডুকোন । শকুন বত্রার পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে । ইতিমধ্যেই শেষ হয়েছে এই ছবির শুটিং । আর তাই শুটিং সেরে আজ মুম্বই ফিরলেন তিনি ।

এই ছবিতে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে । আজ সন্ধের দিকে গোয়া থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছান তাঁরা । বিমানবন্দর থেকে সবার প্রথমে বের হতে দেখা যায় দীপিকাকে । ঠিক তাঁর পিছনেই ছিলেন অনন্যা ও সিদ্ধান্ত । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি ।

তবে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান দীপিকা । পাপারাৎজ়িদের ডাকে সাড়া দিতে দেখা যায়নি তাঁকে । তবে দীপিকা সাড়া না দিলেও পাপারাৎজ়িদের উদ্দেশে হাত নাড়ান অনন্যা ও সিদ্ধান্ত দু'জনেই ।

যদিও এই ছবির নাম এখনও জানা যায়নি । প্রথমে শ্রীলঙ্কায় এই ছবির শুটিং হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পরে গোয়ায় শুটিং করা হয় । ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর । সব ঠিক থাকলে আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে ছবিটি । বর্তমান প্রজন্মের ভালোবাসার গল্প ফুটে উঠবে এই ছবিতে ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : আপকামিং ছবির শুটিংয়ের জন্য গোয়ায় গিয়েছিলেন দীপিকা পাডুকোন । শকুন বত্রার পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে । ইতিমধ্যেই শেষ হয়েছে এই ছবির শুটিং । আর তাই শুটিং সেরে আজ মুম্বই ফিরলেন তিনি ।

এই ছবিতে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে । আজ সন্ধের দিকে গোয়া থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছান তাঁরা । বিমানবন্দর থেকে সবার প্রথমে বের হতে দেখা যায় দীপিকাকে । ঠিক তাঁর পিছনেই ছিলেন অনন্যা ও সিদ্ধান্ত । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি ।

তবে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান দীপিকা । পাপারাৎজ়িদের ডাকে সাড়া দিতে দেখা যায়নি তাঁকে । তবে দীপিকা সাড়া না দিলেও পাপারাৎজ়িদের উদ্দেশে হাত নাড়ান অনন্যা ও সিদ্ধান্ত দু'জনেই ।

যদিও এই ছবির নাম এখনও জানা যায়নি । প্রথমে শ্রীলঙ্কায় এই ছবির শুটিং হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পরে গোয়ায় শুটিং করা হয় । ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর । সব ঠিক থাকলে আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে ছবিটি । বর্তমান প্রজন্মের ভালোবাসার গল্প ফুটে উঠবে এই ছবিতে ।

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.