ETV Bharat / sitara

ছোটোবেলার ছবি পোস্ট করে নস্টালজিক দীপিকা - Deepika new photo

সম্প্রতি বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন দীপিকা । ছবির ক্যাপশনে লেখেন, "তাঁরা বলেন সামনের দিকে তাকাতে ...তবে কখনও স্মরণ করা উচিত যে আপনি কোথা থেকে এসেছেন এবং যে জায়গায় পৌঁছেছেন তার জন্য কী কী পিছনে ফেলে আসতে হয়েছে ।"

hgh
jhjh
author img

By

Published : Jul 10, 2020, 7:28 PM IST

মুম্বই : পরনে স্কুলের ড্রেস । আর বন্ধুদের পাশে গম্ভীর মুখ করে বসে রয়েছেন কিশোরী দীপিকা পাডুকোন । সম্প্রতি এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নস্টালজিয়ায় গা ভাসালেন তিনি ।

লকডাউনের মধ্যে বাড়িতেই দিন কাটিয়েছেন দীপিকা । বাড়ি থেকে বের হতে দেখা যায়নি তাঁকে । হাতে কোনও কাজ না থাকায় ঘরের কাজ করেন তিনি । কখনও রান্না, কখনও ঘর পরিষ্কার আবার কখনও জামা কাপড় ধুতে দেখা গিয়েছে তাঁকে । তার পাশাপাশি শরীর চর্চাও করেন তিনি । এছাড়া এই সময়টা সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন । মাঝে মধ্যেই পোস্ট করছিলেন কোনও না কোনও ভিডিয়ো বা ফোটো ।

লকডাউন এখন অনেকটাই শিথিল । শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে সরকারের তরফে । একাধিক ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে । যদিও এই মুহূর্তে কাজ শুরু করেননি দীপিকা । তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি । আর মাঝে মধ্যেই পোস্ট করছেন ছেলেবেলার ফোটো । গা ভাসাচ্ছেন নস্টালজিয়ায় ।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন দীপিকা । সেখানে গম্ভীর মুখে বাসের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "তাঁরা বলেন সামনের দিকে তাকাতে ...তবে কখনও স্মরণ করা উচিত যে আপনি কোথা থেকে এসেছেন এবং যে জায়গায় পৌঁছেছেন তার জন্য কী কী পিছনে ফেলে আসতে হয়েছে ।"

কাজের দিক থেকে শেষবার 'ছপাক'-এ দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে খুব একটা দাগ কাটতে পারেনি ছবিটি । এরপর '83' ছবিতে দেখা যাবে তাঁকে । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

মুম্বই : পরনে স্কুলের ড্রেস । আর বন্ধুদের পাশে গম্ভীর মুখ করে বসে রয়েছেন কিশোরী দীপিকা পাডুকোন । সম্প্রতি এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নস্টালজিয়ায় গা ভাসালেন তিনি ।

লকডাউনের মধ্যে বাড়িতেই দিন কাটিয়েছেন দীপিকা । বাড়ি থেকে বের হতে দেখা যায়নি তাঁকে । হাতে কোনও কাজ না থাকায় ঘরের কাজ করেন তিনি । কখনও রান্না, কখনও ঘর পরিষ্কার আবার কখনও জামা কাপড় ধুতে দেখা গিয়েছে তাঁকে । তার পাশাপাশি শরীর চর্চাও করেন তিনি । এছাড়া এই সময়টা সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন । মাঝে মধ্যেই পোস্ট করছিলেন কোনও না কোনও ভিডিয়ো বা ফোটো ।

লকডাউন এখন অনেকটাই শিথিল । শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে সরকারের তরফে । একাধিক ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে । যদিও এই মুহূর্তে কাজ শুরু করেননি দীপিকা । তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি । আর মাঝে মধ্যেই পোস্ট করছেন ছেলেবেলার ফোটো । গা ভাসাচ্ছেন নস্টালজিয়ায় ।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন দীপিকা । সেখানে গম্ভীর মুখে বাসের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "তাঁরা বলেন সামনের দিকে তাকাতে ...তবে কখনও স্মরণ করা উচিত যে আপনি কোথা থেকে এসেছেন এবং যে জায়গায় পৌঁছেছেন তার জন্য কী কী পিছনে ফেলে আসতে হয়েছে ।"

কাজের দিক থেকে শেষবার 'ছপাক'-এ দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে খুব একটা দাগ কাটতে পারেনি ছবিটি । এরপর '83' ছবিতে দেখা যাবে তাঁকে । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.