ETV Bharat / sitara

ছোটোবেলায় সব ইচ্ছাই পূরণ করেছে মা : দেবিনা

আগামীকাল মাদার্স ডে । আর সেই উপলক্ষ্য়ে নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি । শুধু ছোটো থেকে বড় করাই নয়, দেবিনার ক্যারিয়ারে সাফল্যের পিছনেও অবদান রয়েছে তাঁর মায়ের ।

sdf
sdf
author img

By

Published : May 9, 2020, 7:37 PM IST

মুম্বই : সন্তানের জীবনে মায়ের অবদান অনেকটাই । যা কখনওই অস্বীকার করা সম্ভব নয় । তারকাদের সাফল্যের পিছনেও তাঁদের মায়েদের অবদান রয়েছে । আগামীকাল মাদার্স ডে । আর সেই উপলক্ষ্য়ে নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি । শুধু ছোটো থেকে বড় করাই নয়, দেবিনার ক্যারিয়ারে সাফল্যের পিছনে অবদান রয়েছে তাঁর মায়ের ।

দেবিনা বলেন, "একজন অভিনেত্রী হওয়ার জন্য আমার যা যা কিছু প্রয়োজন সেই সব দাবিই পূরণ করেছে আমার মা । ছোটো থেকেই সিনেমা আমার খুবই ভালো লাগত । আর আমি সব সময়ই সিনেমায় অভিনেত্রীরা যেসব পোশাক পরতেন সেগুলি পরার জন্য বায়না করতাম । মনে আছে 'বাজ়িগর' ছবিতে কাজল হল্টার নেক দেওয়া একটি পোশাক পরেছিলেন । যা আমার খুবই পছন্দ হয় । এরপর মা সেই ধরনের পোশাক তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে আনে । তারপর ওই ধরনের পোশাক আমাকে বানিয়ে দেয় ।"

sdf
.

তিনি আরও বলেন, "আমার সৌভাগ্য যে ওই সময় দাঁড়িয়ে বলিউডের সব ধরনের পোশাক আমি পরতে পেরেছি । সবটাই সম্ভব হয়েছে আমার মায়ের জন্য । তার সমর্থন পেয়েছি বলেই আমি আজ নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি ।"

fd
মায়ের সঙ্গে দেবিনা

লকডাউন ঠিক হয়ে গেলে মাকে মালদ্বীপে ঘুরতে নিয়ে যেতে চান বলেও জানিয়েছেন দেবিনা । বলেন, "6 বছর ধরে মা আমার সঙ্গে মুম্বইতে রয়েছে । কিন্তু, কাজের চাপে আর তার সঙ্গে ঠিক করে সময় কাটাতে পারি না । তবে এই সময় মায়ের সঙ্গে কাটানোর মতো অনেক সুযোগ পাচ্ছি । এই পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি মাকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাব ।"

মুম্বই : সন্তানের জীবনে মায়ের অবদান অনেকটাই । যা কখনওই অস্বীকার করা সম্ভব নয় । তারকাদের সাফল্যের পিছনেও তাঁদের মায়েদের অবদান রয়েছে । আগামীকাল মাদার্স ডে । আর সেই উপলক্ষ্য়ে নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি । শুধু ছোটো থেকে বড় করাই নয়, দেবিনার ক্যারিয়ারে সাফল্যের পিছনে অবদান রয়েছে তাঁর মায়ের ।

দেবিনা বলেন, "একজন অভিনেত্রী হওয়ার জন্য আমার যা যা কিছু প্রয়োজন সেই সব দাবিই পূরণ করেছে আমার মা । ছোটো থেকেই সিনেমা আমার খুবই ভালো লাগত । আর আমি সব সময়ই সিনেমায় অভিনেত্রীরা যেসব পোশাক পরতেন সেগুলি পরার জন্য বায়না করতাম । মনে আছে 'বাজ়িগর' ছবিতে কাজল হল্টার নেক দেওয়া একটি পোশাক পরেছিলেন । যা আমার খুবই পছন্দ হয় । এরপর মা সেই ধরনের পোশাক তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে আনে । তারপর ওই ধরনের পোশাক আমাকে বানিয়ে দেয় ।"

sdf
.

তিনি আরও বলেন, "আমার সৌভাগ্য যে ওই সময় দাঁড়িয়ে বলিউডের সব ধরনের পোশাক আমি পরতে পেরেছি । সবটাই সম্ভব হয়েছে আমার মায়ের জন্য । তার সমর্থন পেয়েছি বলেই আমি আজ নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি ।"

fd
মায়ের সঙ্গে দেবিনা

লকডাউন ঠিক হয়ে গেলে মাকে মালদ্বীপে ঘুরতে নিয়ে যেতে চান বলেও জানিয়েছেন দেবিনা । বলেন, "6 বছর ধরে মা আমার সঙ্গে মুম্বইতে রয়েছে । কিন্তু, কাজের চাপে আর তার সঙ্গে ঠিক করে সময় কাটাতে পারি না । তবে এই সময় মায়ের সঙ্গে কাটানোর মতো অনেক সুযোগ পাচ্ছি । এই পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি মাকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.