মুম্বই : ভারতের অন্যতম জনপ্রিয় ও পুরোনো রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল' । এই শো যখন শুরু হয়, তখন টেলিভিশনের পরদায় রিয়েলিটি শোয়ের এই রূপ দেখেনি কেউ । ভারতীয় বিনোদন দুনিয়ায় একেবারে 'পাথ ব্রেকার' ছিল 'ইন্ডিয়ান আইডল' ।
তবে কোরোনা-উত্তর সময়ে এই রিয়েলিটি শোয়ের অডিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ । বাড়ি থেকেই অডিশন চালু করার পরিকল্পনা করলেন তাঁরা । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
শোয়ের হোস্ট আদিত্য নারায়ণ জানালেন, "প্রোমো দেখে দর্শকের প্রতিক্রিয়া বেশ ভালো । প্রোমোর গান আমারই গাওয়া । সেটা নিয়ে খুব এক্সাইটেড আমি ।"
তিনি আরও বলেন. "যাঁরাই নিজেদের সংগীতের দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চান, তাঁদের আমি এই শোয়ে আহ্বান জানাতে চাই । 25 জুলাইয়ের পর থেকে তাঁরা বাড়ি থেকেই ভিডিয়ো শুট করে আমাদের পাঠাতে পারবেন । শুধুমাত্র একটা ক্লিক করেই অডিশন দেওয়া যাবে ।"
খুব তাড়াতাড়ি টেলিভিশনের পরদায় আসবে 'ইন্ডিয়ান আইডল'-এর সিজ়ন 12 ।