মুম্বই : চার মাস হয়ে গেল সিবিআই-এর হাতে গেছে সুশান্ত মৃত্যুর তদন্তভার । হাই প্রোফাইল এই কেস সিবিআই-কে দেওয়ার দাবিতে উত্তাল হয়েছিল দেশ । তবে এখনও অবধি কোনও পোক্ত জবাব দিতে পারেনি এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সম্প্রতি একটি আপডেট পাওয়া গেছে ।
সিবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে যে, তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখছে তারা । কোনও বিষয়কেই অবহেলা করা হচ্ছে না ।
বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে নিখুঁত ও পেশাদারী পদ্ধতিতে তদন্ত চালানো হচ্ছে, জানিয়েছে সিবিআই । এই মামলার সঙ্গে জড়িত যাবতীয় তথ্য খতিয়ে দেখছে তারা । এমনকি যে সব তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে, জানানো হয়েছে এমনটা ।
কয়েকদিন আগে মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী অনিল দেশমুখ সিবিআই-কে কটাক্ষ করেন । এতদিন হয়ে যাওয়ার পরেও সিবিআই কেন কোনও উত্তর দিতে পারছে না ? জানতে চান অনিল ।
আর তারপরেই সিবিআই-এর তরফ থেকে ক্ল্যারিফিকেশন দেওয়া হয় ।