ETV Bharat / sitara

বয়ানে অসংগতি, সিদ্ধার্থ ও নীরজকে ফের জিজ্ঞাসাবাদ CBI-এর - CBI quizzes cook

গতকাল তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত অভিনেতার রাঁধুনি নীরজ সিংকে । অন্যদিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । তাঁদের বয়ানে অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে ।

zdf
gf
author img

By

Published : Aug 24, 2020, 7:15 AM IST

Updated : Aug 24, 2020, 11:21 AM IST

মুম্বই : যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য । গতকাল তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত অভিনেতার রাঁধুনি নীরজ সিংকে । অন্যদিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । যদিও তাঁদের বয়ানে অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে গতকাল সকালেই প্রবেশ করতে দেখা যায় নীরজকে । ঠিক তার কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সেখানে ডেকে পাঠানো হয় সিদ্ধার্থকেও । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেগুলিকে খতিয়ে দেখতেই গতকাল তাঁদের ফের জেরা করেন তদন্তকারীরা । এছাড়াও গতকাল জেরা করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে ।

  • Mumbai: Neeraj, who was working as a cook at Sushant Singh Rajput's residence, arrives at DRDO guest house, where CBI team investigating the actor's death case, is staying pic.twitter.com/pXylo3SPGj

    — ANI (@ANI) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর দুপুর আড়াইটে নাগাদ অতিথিশালা থেকে বের করে নীরজ ও সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার ফ্ল্যাটে । 14 জুন সকালে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । সঙ্গে ছিল ফরেনসিক দলও । সেখানে সুশান্তের মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে খবর । সূত্রের খবর, এর মধ্যেই রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে CBI । এছাড়া সুশান্ত, রিয়া সহ বাকিদের কল রেকর্ডও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ।

ময়নাতদন্তের জন্য সুশান্তের দেহ নিয়ে যাওয়া হয়েছিল কুপার হাসপাতালে । কিন্তু, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুর সময়ের উল্লেখ করা নেই । যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । AIIMS-এর চার সদস্যের একটি দল ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে । রিপোর্টে কেন মৃত্যুর সময়ের উল্লেখ নেই তাও খতিয়ে দেখবেন তাঁরা ।

CBI তদন্ত প্রসঙ্গে সুশান্তের তুতো দাদা ও BJP বিধায়ক নীরজ কুমার সিং বাবলু বলেন, "CBI সঠিক দিশায় তদন্ত করছে । আশাকরি দোষীকে ধরা হবেই । সিদ্ধার্থ পিঠানিকে গ্রেপ্তার করা হোক । সুশান্তের শেষকৃত্যের সময় তাঁর মুখে দুঃখের লেশমাত্র ছিল না । তাঁর হাবভাব খুবই সন্দেহজনক ছিল ।"

19 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল ।

মুম্বই : যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য । গতকাল তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত অভিনেতার রাঁধুনি নীরজ সিংকে । অন্যদিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । যদিও তাঁদের বয়ানে অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে গতকাল সকালেই প্রবেশ করতে দেখা যায় নীরজকে । ঠিক তার কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সেখানে ডেকে পাঠানো হয় সিদ্ধার্থকেও । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেগুলিকে খতিয়ে দেখতেই গতকাল তাঁদের ফের জেরা করেন তদন্তকারীরা । এছাড়াও গতকাল জেরা করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে ।

  • Mumbai: Neeraj, who was working as a cook at Sushant Singh Rajput's residence, arrives at DRDO guest house, where CBI team investigating the actor's death case, is staying pic.twitter.com/pXylo3SPGj

    — ANI (@ANI) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর দুপুর আড়াইটে নাগাদ অতিথিশালা থেকে বের করে নীরজ ও সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার ফ্ল্যাটে । 14 জুন সকালে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । সঙ্গে ছিল ফরেনসিক দলও । সেখানে সুশান্তের মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে খবর । সূত্রের খবর, এর মধ্যেই রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে CBI । এছাড়া সুশান্ত, রিয়া সহ বাকিদের কল রেকর্ডও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ।

ময়নাতদন্তের জন্য সুশান্তের দেহ নিয়ে যাওয়া হয়েছিল কুপার হাসপাতালে । কিন্তু, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুর সময়ের উল্লেখ করা নেই । যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । AIIMS-এর চার সদস্যের একটি দল ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে । রিপোর্টে কেন মৃত্যুর সময়ের উল্লেখ নেই তাও খতিয়ে দেখবেন তাঁরা ।

CBI তদন্ত প্রসঙ্গে সুশান্তের তুতো দাদা ও BJP বিধায়ক নীরজ কুমার সিং বাবলু বলেন, "CBI সঠিক দিশায় তদন্ত করছে । আশাকরি দোষীকে ধরা হবেই । সিদ্ধার্থ পিঠানিকে গ্রেপ্তার করা হোক । সুশান্তের শেষকৃত্যের সময় তাঁর মুখে দুঃখের লেশমাত্র ছিল না । তাঁর হাবভাব খুবই সন্দেহজনক ছিল ।"

19 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল ।

Last Updated : Aug 24, 2020, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.