ETV Bharat / sitara

বাবা আজ সঙ্গে নেই, মন খারাপ ভূমির - ভূমি পেদনেকরের খবর

বাবা সতীশ মোতিরাম পেদনেকর পাড়ি দিয়েছেন অন্য দুনিয়ায় । তবে প্রতিদিন বাবাকে মনে করেন অভিনেত্রী, মিস করেন, কষ্ট হয় তাঁর ।

Bhumi Pednekar pens a poem for late father
Bhumi Pednekar pens a poem for late father
author img

By

Published : May 19, 2020, 7:49 PM IST

মুম্বই : আজ ভূমির বাবা সতীশের জন্মবার্ষিকী । বিশেষ দিনটিকে আরও একটু স্মরণীয় করে রাখতে একটি কবিতা লিখলেন ভূমি । জানালেন যে, তিনি ও তাঁর বোনের মধ্যে বাবার প্রতিফলন লক্ষ্য করা যায় সবসময় ।

ভূমি লিখেছেন, "আমি তোমায় প্রতিদিন প্রতি মিনিট, প্রতি সেকেণ্ডে মিস করি । তার পরেই আমি তোমায় সব জায়গায় অনুভব করতে পারি ।"

ভূমি নিজের এবং বোনের মধ্যেই তাঁর বাবাকে খুঁজে পান । অভিনেত্রী বললেন, "আমি যখন নিজেকে দেখি, আমার চোখগুলো একেবারে তোমার মতো...সোমু যখন হাসে, ওঁর মধ্য়েও ঠিক তোমার মতো দুষ্টুমি ।"

কবিতায় মায়ের প্রসঙ্গও টেনেছেন ভূমি । লিখেছেন, "আমরা যখন মাকে বিরক্ত করি, মা বলে "তোরা পুরো সতীশের মতো" । আমরা যখন ভালো কোনও কাজ করি, মা বলে "তোরা পুরো সতীশের মতো"..মা এখনও তোমার কথা বলতে গেলে টিনএজারের মতো ব্লাশ করে ।"

ভূমির এই কবিতায় মুগ্ধ নেটিজেনরা । দেখে নিন..

মুম্বই : আজ ভূমির বাবা সতীশের জন্মবার্ষিকী । বিশেষ দিনটিকে আরও একটু স্মরণীয় করে রাখতে একটি কবিতা লিখলেন ভূমি । জানালেন যে, তিনি ও তাঁর বোনের মধ্যে বাবার প্রতিফলন লক্ষ্য করা যায় সবসময় ।

ভূমি লিখেছেন, "আমি তোমায় প্রতিদিন প্রতি মিনিট, প্রতি সেকেণ্ডে মিস করি । তার পরেই আমি তোমায় সব জায়গায় অনুভব করতে পারি ।"

ভূমি নিজের এবং বোনের মধ্যেই তাঁর বাবাকে খুঁজে পান । অভিনেত্রী বললেন, "আমি যখন নিজেকে দেখি, আমার চোখগুলো একেবারে তোমার মতো...সোমু যখন হাসে, ওঁর মধ্য়েও ঠিক তোমার মতো দুষ্টুমি ।"

কবিতায় মায়ের প্রসঙ্গও টেনেছেন ভূমি । লিখেছেন, "আমরা যখন মাকে বিরক্ত করি, মা বলে "তোরা পুরো সতীশের মতো" । আমরা যখন ভালো কোনও কাজ করি, মা বলে "তোরা পুরো সতীশের মতো"..মা এখনও তোমার কথা বলতে গেলে টিনএজারের মতো ব্লাশ করে ।"

ভূমির এই কবিতায় মুগ্ধ নেটিজেনরা । দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.