মুম্বই : পরিবেশপ্রেমী হিসেবে পরিচিতি রয়েছে ভূমি পেদনেকরের । পৃথিবীকে আরও একবার সুজলা সুফলা করে তুলতে মাঝেমধ্যেই নানারকম উদ্যোগ নিয়ে থাকেন তিনি । তবে পরিবেশ দূষণ বা আবহাওয়ার পরিবর্তনকে কেউ সেভাবে গুরুত্ব দেন না বলে আক্ষেপ অভিনেত্রীর ।
5 জুন পরিবেশ দিবস । তার প্রাক্কালে ভূমি IANS-কে বললেন, "আবহাওয়ার পরিবর্তনকে এখনও কেউ প্রকৃত সমস্যা হিসেবে মনে করে না । এমন অনেক গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে পুরো পৃথিবী জুড়ে যেগুলো মানুষ ঠিক মতো উপলব্ধিই করে উঠতে পারছেন না । খরার সংখ্যা বাড়ছে, দাবানল, বন্যা, সমুদ্রস্তরের বৃদ্ধি, গরম হাওয়ার প্রবাহ- এইসবের মতো সমস্যা দেখা দিচ্ছে বিশ্বজুড়ে ।"
ভূমি চান যে, প্রত্যেকটা মানুষ যেন ক্লাইমেট ওয়ারিয়রের মতো প্রকৃতির রক্ষাকর্তা হয়ে ওঠেন এবং নিজেদের দায়িত্বপালন করেন । 'ক্লাইমেট ওয়ারিয়র' নামে এক উদ্যোগের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি ।
পৃথিবী জুড়ে নব প্রজন্মকে প্রকৃতি সম্পর্কে সচেতনা করাই 'ক্লাইমেট ওয়ারিয়র'-এর উদ্দেশ্য । ভূমি বললেন, "আমার মনে হয় যে, ক্লাইমেট ওয়ারিয়র আমাদের এক পরিবেশবন্ধু জীবনযাত্রা তৈরি করতে সাহায্য করবে ।"
এই পরিবেশ দিবসে 'ক্লাইমেট ওয়ারিয়র'-এর প্রতীজ্ঞা 'ওয়ান উইশ ফর দ্য আর্থ' । বলিউড ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব আমাদের সমাজকে পরিবেশের বিষয়ে সচেতন করবেন এই উদ্যোগের মাধ্যমে, এমনটাই পরিকল্পনা ওয়ারিয়রদের ।