ETV Bharat / sitara

ভুতুড়ে জাহাজে আর্তনাদ ভিকির - Horror Film

ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন ভিকি কৌশল। বাদ ছিল হরর বা স্পষ্ট করে বলতে গেলে ভূতের ছবি করা। এবার সেই সাধও মিটল অভিনেতার।

ভিকি কৌশল
author img

By

Published : Jun 10, 2019, 4:34 PM IST

মুম্বই : মুক্তি পেল 'ভূত পার্ট ওয়ান, দা হন্টেড শিপ' ছবির প্রথম পোস্টার।

নিজের টুইটার অ্যাকাউন্টে ভিকি শেয়ার করলেন সেই পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, "বাস্তব জীবনটাই তোমায় সবথেকে বেশি তাড়া করে বেড়ায়।"

ছবির প্রযোজক শশাঙ্ক খৈতান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "ছবিটি এক সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে। মুম্বইতে ঘটনাটি ঘটেছিল। শুটিং শেষ হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।"

ভানু প্রতাপ সিংহ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে এই বছরের ১৫ নভেম্বর।

মুম্বই : মুক্তি পেল 'ভূত পার্ট ওয়ান, দা হন্টেড শিপ' ছবির প্রথম পোস্টার।

নিজের টুইটার অ্যাকাউন্টে ভিকি শেয়ার করলেন সেই পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, "বাস্তব জীবনটাই তোমায় সবথেকে বেশি তাড়া করে বেড়ায়।"

ছবির প্রযোজক শশাঙ্ক খৈতান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "ছবিটি এক সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে। মুম্বইতে ঘটনাটি ঘটেছিল। শুটিং শেষ হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।"

ভানু প্রতাপ সিংহ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে এই বছরের ১৫ নভেম্বর।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.