ETV Bharat / sitara

'বরেলি কি বরফি'-র দু'বছর, ভক্তদের ধন্যবাদ পরিচালকের - Two years

'বরেলি কি বরফি' দু'বছর পূর্ণ করায় ভক্তদের ধন্যবাদ জানালেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি । সঙ্গে শুটিংয়ের ছবি শেয়ার করলেন পরিচালক ।

বরেলি কি বরফি
author img

By

Published : Aug 18, 2019, 6:12 PM IST

দিল্লি : আজ দু'বছর পূর্ণ করল 'বরেলি কি বরফি' । সেই খুশিতে ইনস্টাগ্রামে ছবির শুটিংয়ের ছবি শেয়ার করলেন ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি । সঙ্গে ভক্তদের এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এত ভালোবাসার জন্য ও আমাকে গল্প বলাতে সাহস জোগানোর জন্য দর্শক ও সিনেমাপ্রেমীদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমি আছি । আরও অনেক গল্প বুনতে বাকি আছে এবং সারা জীবনের জন্য শেখা বাকি । পরবর্তী কাজ #Panga "

ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । পরিচালকের শেয়ার করা ছবিতে তিনি কমেন্ট করেন, "সময় বয়ে যায় ।"

এছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও ও কৃতি স্যানন ।

অশ্বিনীর পরবর্তী ছবি 'পাঙ্গা' একটি স্পোর্টস-ড্রামা । ছবিটির শুটিং গতমাসেই শেষ হয়ে গেছে । ছবিতে একজন কাবাডি খেলোয়ারের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । এছাড়াও ছবিতে রয়েছেন পঞ্জাবি গায়িকা জেস্সি গিল, রিচা চড্ডা, নীনা গুপ্তা । 'পাঙ্গা' 2020-র 24 জানুয়ারি মুক্তি পাবে ।

দিল্লি : আজ দু'বছর পূর্ণ করল 'বরেলি কি বরফি' । সেই খুশিতে ইনস্টাগ্রামে ছবির শুটিংয়ের ছবি শেয়ার করলেন ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি । সঙ্গে ভক্তদের এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এত ভালোবাসার জন্য ও আমাকে গল্প বলাতে সাহস জোগানোর জন্য দর্শক ও সিনেমাপ্রেমীদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমি আছি । আরও অনেক গল্প বুনতে বাকি আছে এবং সারা জীবনের জন্য শেখা বাকি । পরবর্তী কাজ #Panga "

ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । পরিচালকের শেয়ার করা ছবিতে তিনি কমেন্ট করেন, "সময় বয়ে যায় ।"

এছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও ও কৃতি স্যানন ।

অশ্বিনীর পরবর্তী ছবি 'পাঙ্গা' একটি স্পোর্টস-ড্রামা । ছবিটির শুটিং গতমাসেই শেষ হয়ে গেছে । ছবিতে একজন কাবাডি খেলোয়ারের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । এছাড়াও ছবিতে রয়েছেন পঞ্জাবি গায়িকা জেস্সি গিল, রিচা চড্ডা, নীনা গুপ্তা । 'পাঙ্গা' 2020-র 24 জানুয়ারি মুক্তি পাবে ।

Intro:Body:

Bareilly ki Barfi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.