ETV Bharat / sitara

কেঁদে ফেললেন রণবীর !

কেঁদে ফেললেন রণবীর সিং । তাঁর প্রতি দর্শকের ভালোবাসা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেতা ।

Ranveer singh cries
Ranveer singh cries
author img

By

Published : Dec 14, 2020, 10:10 AM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে 10 বছর কাটিয়ে ফেলেছেন রণবীর সিং । আর এই 10 বছরে তাঁর সবথেকে বড় অ্যাচিভমেন্ট হল তাঁর বিশাল বড় ফ্যানবেস । রণবীর সিং বলতে লোকে পাগল । অভিনেতার এই 10 বছরের জার্নি তারা সেলিব্রেট করবেন না ?

অবশ্যই করবেন । তাই রণবীরের বিভিন্ন ছবির নাম, তাঁর অভিনয়, নাচের ধরনকে অনুকরণ করে একটি সুন্দর ভিডিয়ো বানিয়েছেন কয়েকজন ফ্যান । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করলেন রণবীর ।

শুধু শেয়ার করলেন না, তিনি বসে দেখলেন ভিডিয়োটি । আর ক্যামেরাবন্দী হল রণবীরের প্রতিক্রিয়া । অনুরাগীদের এত ভালোবাসা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেতা । ফ্লাইং কিসে ভরিয়ে দিলেন তিনি সবাইকে ।

দেখে নিন...

বেশ অনেকদিন হল রণবীরকে বড় পরদায় দেখা যায়নি । তার কারণ কোরোনা । কোরোনা না থাকলে রণবীরের '83' এতদিনে মুক্তি পেয়ে যেত সিনেমা হলে । এছাড়া 'জয়েসভাই জোরদার', 'সার্কাস', করণ জোহর পরিচালিত পরবর্তী ছবিতে অভিনয় করবেন অভিনেতা ।

মুম্বই : ইন্ডাস্ট্রিতে 10 বছর কাটিয়ে ফেলেছেন রণবীর সিং । আর এই 10 বছরে তাঁর সবথেকে বড় অ্যাচিভমেন্ট হল তাঁর বিশাল বড় ফ্যানবেস । রণবীর সিং বলতে লোকে পাগল । অভিনেতার এই 10 বছরের জার্নি তারা সেলিব্রেট করবেন না ?

অবশ্যই করবেন । তাই রণবীরের বিভিন্ন ছবির নাম, তাঁর অভিনয়, নাচের ধরনকে অনুকরণ করে একটি সুন্দর ভিডিয়ো বানিয়েছেন কয়েকজন ফ্যান । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করলেন রণবীর ।

শুধু শেয়ার করলেন না, তিনি বসে দেখলেন ভিডিয়োটি । আর ক্যামেরাবন্দী হল রণবীরের প্রতিক্রিয়া । অনুরাগীদের এত ভালোবাসা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেতা । ফ্লাইং কিসে ভরিয়ে দিলেন তিনি সবাইকে ।

দেখে নিন...

বেশ অনেকদিন হল রণবীরকে বড় পরদায় দেখা যায়নি । তার কারণ কোরোনা । কোরোনা না থাকলে রণবীরের '83' এতদিনে মুক্তি পেয়ে যেত সিনেমা হলে । এছাড়া 'জয়েসভাই জোরদার', 'সার্কাস', করণ জোহর পরিচালিত পরবর্তী ছবিতে অভিনয় করবেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.