ETV Bharat / sitara

Bachchan Pandey Trailer : সামনে এল অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার - Bachchan Pandey Trailer

হোলির দিনেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ এবার সামনে এল ছবির ট্রেলার (Akshay Kumar New Film Bachchan Pandey Trailer Releases) ৷

Bachchan Pandey Movie
সামনে এল অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার
author img

By

Published : Feb 18, 2022, 11:50 AM IST

মুম্বই, 18 ফেব্রুয়ারি : 18 মার্চ হোলির দিনেই সাামনে আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ কয়েকদিন আগেই একথা সোশ্য়াল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেতা ৷ এবার সামনে এল ছবির ট্রেলার (Akshay Kumar New Film Bachchan Pandey Trailer Releases) ৷ 'আউট অ্য়ান্ড আউট' এই অ্য়াকশন থ্রিলার সম্পর্কে বলতে গিয়ে অক্ষয় লিখেছিলেন, "এটা এমন একটা চরিত্র যার মধ্য়ে রঙের দোকানের থেকেও বেশি 'শেডস' আছে ৷ বচ্চন পান্ডে আসছে আপনাকে হাসাতে, কাঁদাতে এবং ভয় দেখাতে সব কিছুর জন্য় প্রস্তুত ৷ আর দয়া করে আপনার সমস্ত ভালবাসা চরিত্রটিকে দিন ৷ "

সেকথা অক্ষরে অক্ষরে ফলে গেল, বচ্চন পাণ্ডে একজন কিলার, আর তাঁর গল্প সকলের সামনে তুলে আনতে চান একজন পরিচালক এবং তাঁর সঙ্গী ৷ তাঁদের যাত্রা বচ্চন পাণ্ডেকে খুঁজে বের করা এবং তাঁর সঙ্গে ছবি নিয়ে কথা শুরু করা এনিয়েই এগিয়ে চলবে গল্প ৷ তবে কৃতি যিনি এখানে অভিনয় করছেন পরিচালকের চরিত্রে তিনি আদতে একজন সাংবাদিক ৷ তাই গল্পে যথেষ্ট টুইস্ট রয়েছে ৷ ছবিতে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি,আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্রর মত অভিনেতারা এছাড়া অক্ষয় নিজে যে একজন দুরন্ত কমিডিয়ান এনিয়েও কোন সন্দেহ নেই ৷ তাই মারামারি, কাটাকাটির এই গল্পেও বয়ে গেছে হাসির চোরা স্রোত ৷ ট্রেলার দেখে অন্তত এমনটাই আন্দাজ করা যায় ৷

আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই আসছে অক্ষয় কৃতির নতুন ছবি 'বচ্চন পান্ডে'-র ট্রেলার

এই ছবিতে কৃতি স্য়াননের সঙ্গী হবেন আরশাদ ৷ নিজের ইন্সটাগ্রাম থেকে ট্রেলারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'ধুম ধাড়াকা রং পটাকা আয়ো বানালো টোলি, ইসবার বচ্চন পাণ্ডে লে আ রাহা আয় হোলি পে গোলি ৷' অর্থাৎ ধুম ধাড়াকার জন্য় দল বেঁধে প্রস্তুত থাকতেই আহ্বান জানান অক্ষয় কুমার কারণ বচ্চন পাণ্ডে হোলির দিনে গুলি ভরা বন্দুক হাতে আসছে ৷

মুম্বই, 18 ফেব্রুয়ারি : 18 মার্চ হোলির দিনেই সাামনে আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ কয়েকদিন আগেই একথা সোশ্য়াল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেতা ৷ এবার সামনে এল ছবির ট্রেলার (Akshay Kumar New Film Bachchan Pandey Trailer Releases) ৷ 'আউট অ্য়ান্ড আউট' এই অ্য়াকশন থ্রিলার সম্পর্কে বলতে গিয়ে অক্ষয় লিখেছিলেন, "এটা এমন একটা চরিত্র যার মধ্য়ে রঙের দোকানের থেকেও বেশি 'শেডস' আছে ৷ বচ্চন পান্ডে আসছে আপনাকে হাসাতে, কাঁদাতে এবং ভয় দেখাতে সব কিছুর জন্য় প্রস্তুত ৷ আর দয়া করে আপনার সমস্ত ভালবাসা চরিত্রটিকে দিন ৷ "

সেকথা অক্ষরে অক্ষরে ফলে গেল, বচ্চন পাণ্ডে একজন কিলার, আর তাঁর গল্প সকলের সামনে তুলে আনতে চান একজন পরিচালক এবং তাঁর সঙ্গী ৷ তাঁদের যাত্রা বচ্চন পাণ্ডেকে খুঁজে বের করা এবং তাঁর সঙ্গে ছবি নিয়ে কথা শুরু করা এনিয়েই এগিয়ে চলবে গল্প ৷ তবে কৃতি যিনি এখানে অভিনয় করছেন পরিচালকের চরিত্রে তিনি আদতে একজন সাংবাদিক ৷ তাই গল্পে যথেষ্ট টুইস্ট রয়েছে ৷ ছবিতে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি,আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্রর মত অভিনেতারা এছাড়া অক্ষয় নিজে যে একজন দুরন্ত কমিডিয়ান এনিয়েও কোন সন্দেহ নেই ৷ তাই মারামারি, কাটাকাটির এই গল্পেও বয়ে গেছে হাসির চোরা স্রোত ৷ ট্রেলার দেখে অন্তত এমনটাই আন্দাজ করা যায় ৷

আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই আসছে অক্ষয় কৃতির নতুন ছবি 'বচ্চন পান্ডে'-র ট্রেলার

এই ছবিতে কৃতি স্য়াননের সঙ্গী হবেন আরশাদ ৷ নিজের ইন্সটাগ্রাম থেকে ট্রেলারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'ধুম ধাড়াকা রং পটাকা আয়ো বানালো টোলি, ইসবার বচ্চন পাণ্ডে লে আ রাহা আয় হোলি পে গোলি ৷' অর্থাৎ ধুম ধাড়াকার জন্য় দল বেঁধে প্রস্তুত থাকতেই আহ্বান জানান অক্ষয় কুমার কারণ বচ্চন পাণ্ডে হোলির দিনে গুলি ভরা বন্দুক হাতে আসছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.