মুম্বই : অভিনেতা আয়ুষ্মান খুরানা সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার । সেই খুশিতে আবেগপ্রবণ হয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নিকে কবিতার মাধ্যমে ব্যাখ্যা করলেন তিনি ।
কবিতাটি হিন্দিতে লেখা । তিনি কবিতায় লেখেন, প্রথম যেদিন মুম্বই এসেছিলেন, সেদিনও বৃষ্টি হচ্ছিল । আজও বৃষ্টি হচ্ছে ।
তারপর তিনি বাবা-মা'র কথা লেখেন । স্বপ্ন পূরণের জন্য কীভাবে চোখে জল নিয়ে তাঁর বাবা-মা তাঁকে বিদায় জানিয়েছিলেন । তিনি কতটা তাঁর বাবা-মা'কে যত্ন করেন তা লেখেন কবিতায় ।
-
#NationalAward#66thNationalAwards pic.twitter.com/PLd3OkTp28
— Ayushmann Khurrana (@ayushmannk) August 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NationalAward#66thNationalAwards pic.twitter.com/PLd3OkTp28
— Ayushmann Khurrana (@ayushmannk) August 10, 2019#NationalAward#66thNationalAwards pic.twitter.com/PLd3OkTp28
— Ayushmann Khurrana (@ayushmannk) August 10, 2019
তিনি কবিতার মধ্যে দিয়ে বন্ধুদেরও মনে করেছেন । তিনি সেকেন্ড ক্লাস স্লিপার কোচ ট্রেনে চেপে মুম্বই এসেছিলেন । সেসব স্মৃতি এখনও তাজা বলে জানালেন আয়ুষ্মান ।
জাতীয় পুরস্কার পাওয়ার জন্য, সিনেমা জগতে তাঁর জার্নির কথা কবিতাটি শেষ করেন তিনি ।
'অন্ধাধুন'-র জন্য আয়ুষ্মান খুরানা ও 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'-র জন্য ভিকি কৌশল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন । পাশাপাশি বিনোদনের জন্য সেরা জনপ্রিয় ছবি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে আয়ুষ্মানের 'বাধাই হো' ।