মুম্বই : স্পার্ম ডোনার থেকে শুরু করে পুলিশ, সহকামী, ভাড়াটে, প্রেমিক সহ একাধিক চরিত্রে ইতিমধ্যেই অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা । সব ধরনের চরিত্র খুব সহজেই স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারেন তিনি । আর এবার চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে । আপকামিং ছবি 'ডক্টর জি'-তে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন তিনি ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 'ডক্টর জি' প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "স্ক্রিপ্ট শোনার পরই এই ছবির প্রেমে পড়ে গিয়েছিলাম । কারণ বিষয়টা একেবারে নতুন । এই ধরনের বিষয় নিয়ে আগে কেউ কাজ করেনি । আর প্রথমবার চিকিৎসকের চরিত্রে কাজ করার ভেবে আমি খুবই আনন্দিত । আনন্দের পাশাপাশি এই ছবির মাধ্যমে একটা বার্তা দেওয়া হবে । যা আপনাদের মন ছুঁয়ে যাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি পরিচালনা করবেন অনুভূতি কাশ্যপ । সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন তিনি । আর এই ছবির মাধ্যমেই পরিচালনয়া হাতেখড়ি হবে অনুভূতির ।
এই ছবিটি প্রযোজনা করবে জঙ্গলি পিকচার্স । এর আগে 'বরেলি কি বরফি' ও 'বধাই হো'-র মতো ছবি প্রযোজনা করেছিল এই সংস্থা । 'ডক্টর জি'-র মাধ্যমে ফের এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন আয়ুষ্মান ।
তবে এখন 'চণ্ডীগড় করে আশিকি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আয়ুষ্মান । চণ্ডীগড়ে এই ছবির শুটিং চলছে । ছবিতে বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।