ETV Bharat / sitara

আয়ুষ্মানের প্রতীজ্ঞা

দেশজুড়ে শিশুদের উপর হওয়ার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আয়ুষ্মান খুরানা । UNICEF-এর সেলেব্রিটি অ্যাডভোকেটের পদ অর্জন করে এটিই তাঁর প্রতীজ্ঞা ।

author img

By

Published : Nov 20, 2020, 5:25 PM IST

Ayushmann khurrana against child violence
Ayushmann khurrana against child violence

মুম্বই : সম্প্রতি UNICEF-এর সেলেব্রিটি অ্যাডভোকেটের পদে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা । নিজে একটা দারুণ শৈশব কাটিয়েছেন তিনি । তবে দেশজুড়ে অনেক বাচ্চাই অন্ধকারে গুমরে গুমরে দিন কাটায় । এই বিশাল দায়িত্ব পেয়ে ওই অসহায় বাচ্চাগুলোর জন্য যতটা করা সম্ভব সেটা করতে বদ্ধপরিকর আয়ুষ্মান ।

IANS-কে বললেন, "এই কোভিড-এর সময়টা সবার জন্য খুব কঠিন ছিল । বিশেষ করে বাচ্চাদের জন্য আরও ভয়ানক এই লকডাউনের সময়টা । আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারি, একটু সচেতন হয়ে, ওদের একটা নিরাপদ সংস্থান দিয়ে ।"

একজন UNICEF সেলেব্রিটি অ্যাডভোকেট হয়ে এই কাজ করতে বদ্ধপরিকর আয়ুষ্মান । তিনি আরও বলেন, "বাচ্চাদের ভায়োলেন্স ফ্রি পরিবেশে বড় হওয়া উচিত । হিংসা, মারামারি ওদের শারীরিক ও মানসিকভাবে পুরো ভেঙে দেয় । সারা জীবন ধরে এর প্রভাব নিয়ে চলতে হয় ওদের । স্বাভাবিক সুস্থভাবে বাঁচাটাই ওদের কাছে দুর্বিসহ হয়ে ওঠে ।"

এটা হতে দেবেন না আয়ুষ্মান । তিনি এর আগেও সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, এত বড় দায়িত্ব পেয়ে সবদিক থেকে সেই দায়িত্ব পালন করবেন অভিনেতা । আবারও একই কথা তাঁর মুখে ।

দেশজুড়ে বাচ্চাদের উপর হওয়া যৌন হেনস্থার ঘটনাও কম নয় । সেটা নিয়েও বেশ চিন্তিত আয়ুষ্মান । এই বিষয়টি নিয়ে এমন এক সামাজিক ট্যাবু আছে যে, বাড়ির লোক জানতে পারলেও কেউ রিপোর্ট করাতে চান না । আর বাচ্চারা তো এমনিতেই ভয়ে থাকে । ফলে অনেক সময় গোপনেই চলতে থাকে এই হেনস্থার ঘটনা ।

সেই নিয়েও তৎপরতার সঙ্গে কাজ করবেন আয়ুষ্মান, জানালেন IANS-কে ।

মুম্বই : সম্প্রতি UNICEF-এর সেলেব্রিটি অ্যাডভোকেটের পদে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা । নিজে একটা দারুণ শৈশব কাটিয়েছেন তিনি । তবে দেশজুড়ে অনেক বাচ্চাই অন্ধকারে গুমরে গুমরে দিন কাটায় । এই বিশাল দায়িত্ব পেয়ে ওই অসহায় বাচ্চাগুলোর জন্য যতটা করা সম্ভব সেটা করতে বদ্ধপরিকর আয়ুষ্মান ।

IANS-কে বললেন, "এই কোভিড-এর সময়টা সবার জন্য খুব কঠিন ছিল । বিশেষ করে বাচ্চাদের জন্য আরও ভয়ানক এই লকডাউনের সময়টা । আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারি, একটু সচেতন হয়ে, ওদের একটা নিরাপদ সংস্থান দিয়ে ।"

একজন UNICEF সেলেব্রিটি অ্যাডভোকেট হয়ে এই কাজ করতে বদ্ধপরিকর আয়ুষ্মান । তিনি আরও বলেন, "বাচ্চাদের ভায়োলেন্স ফ্রি পরিবেশে বড় হওয়া উচিত । হিংসা, মারামারি ওদের শারীরিক ও মানসিকভাবে পুরো ভেঙে দেয় । সারা জীবন ধরে এর প্রভাব নিয়ে চলতে হয় ওদের । স্বাভাবিক সুস্থভাবে বাঁচাটাই ওদের কাছে দুর্বিসহ হয়ে ওঠে ।"

এটা হতে দেবেন না আয়ুষ্মান । তিনি এর আগেও সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, এত বড় দায়িত্ব পেয়ে সবদিক থেকে সেই দায়িত্ব পালন করবেন অভিনেতা । আবারও একই কথা তাঁর মুখে ।

দেশজুড়ে বাচ্চাদের উপর হওয়া যৌন হেনস্থার ঘটনাও কম নয় । সেটা নিয়েও বেশ চিন্তিত আয়ুষ্মান । এই বিষয়টি নিয়ে এমন এক সামাজিক ট্যাবু আছে যে, বাড়ির লোক জানতে পারলেও কেউ রিপোর্ট করাতে চান না । আর বাচ্চারা তো এমনিতেই ভয়ে থাকে । ফলে অনেক সময় গোপনেই চলতে থাকে এই হেনস্থার ঘটনা ।

সেই নিয়েও তৎপরতার সঙ্গে কাজ করবেন আয়ুষ্মান, জানালেন IANS-কে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.