মুম্বই : কোরোনায় আক্রান্ত পরিচালক আনন্দ এল রাই । এই মুহূর্তে বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি ।
সম্প্রতি দিল্লিতে আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিং করছিলেন আনন্দ । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুষকে । এক সপ্তাহ আগেই দিল্লিতে এই ছবির শুটিং শেষ করেন তাঁরা । কেক কেটে দিনটি পালন করতেও দেখা যায় তাঁদের । আর তারপরই কোরোনা পরীক্ষা করান । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে।
সোশাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন আনন্দ । সেখানে তিনি লেখেন, "আমি কোরোনায় আক্রান্ত । তবে জানাচ্ছি যে আমার শরীরে কোনও উপসর্গ নেই । ঠিক আছি আমি । সরকারের নির্দেশ মতো কোরানটিনে রয়েছি । এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারানটিনে থাকার আর সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ করব । আপনাদের সমর্থন ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ ।" আর এই পোস্ট প্রকাশ্যে আসার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
চলতি মাসের শুরুর দিকেই তাজমহলের সামনে শুটিং করতে দেখা গিয়েছিল অক্ষয় ও সারাকে । সেখানে মুঘল সম্রাট শাহজাহানের বেশে ধরা দিয়েছিলেন অক্ষয় । অন্যদিকে ভ্লগারের ভূমিকায় দেখা যায় সারাকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার । আর ছবির মিউজ়িকের দায়িত্বে রয়েছেন এআর রহমান ।